আমাদের কথা খুঁজে নিন

   

আসিফ মহিউদ্দিন থেমে নেই....সম্প্রতি সামহোয়ারইন ব্লগে বিটিআরসির সাইবার ক্রাইম প্রতিরোধের যুগোপযোগী একটি পদক্ষেপকে হেসে উড়ে দিয়েছে।

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মতামতধর্মী ওয়েবপেজে ব্যাপক নজরদারি করছে গোয়েন্দারা। এসব পেজে কেউ বাড়াবাড়ি করলে প্রথমত সতর্ক ও পরে কঠোর আইনের মুখোমুখি করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বিটিআরসি সূত্রে জানা গেছে, সাইবার ক্রাইম অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে আইন অনুযায়ী অপরাধীর ২ থেকে সর্বোচ্চ ৫ বছরের সাজা এবং ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ২৫ জানুয়ারি থেকে বিটিআরসির সিএসআইআরটির ১১ সদস্যের একটি দল সাইবার ক্রাইম শনাক্তে কাজ শুরু করে।

কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (সিএসআইআরটি) সূত্র জানায়, রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এমন সব ওয়েবসাইট শনাক্তও করবে এই টিম। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিক ওয়েবপেজ বন্ধ করে দেয়া এবং অপরাধীকে সতর্ক করা হবে। এতেও কেউ সতর্ক না হলে প্রচলিত আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সিএসআইআরটি। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা যুগান্তরকে জানিয়েছেন, ওয়েবভিত্তিক অর্ধশত ব্লগে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্যরা সংশ্লিষ্ট। এসব ব্লগে বেপরোয়া মন্তব্য পোস্ট করা হয়।

বিশেষ করে সামহোয়ারইন ব্লগে অনেক সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়ে থাকে। এই ব্লগে সংশ্লিষ্ট আসিফ মহিউদ্দিনকে ঢাকা মহানগর পুলিশ (ডিবি) আটক করে তাকে জিজ্ঞাসাবাদও করেছে। এ সময় ব্লগার আসিফকে পুলিশ ভালো হয়ে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু ব্লগ ঘেঁটে দেখা গেছে, আসিফ মহিউদ্দিন থেমে নেই। তার ব্লগে নানারকমের লেখালেখি চলছে।

শুধু আসিফ নয়, এ রকম অনেক ব্লগারই রাষ্ট্রের মন্ত্রী-এমপি এবং স্পর্শকাতর বিষয় নিয়ে প্রায় ব্লগে লিখে হৈচৈ করে থাকেন। আমার বর্ণমালা ব্লগ ও সোনার বাংলা ডটকমও হালে এ ধরনের নানা তথ্য দিচ্ছে তাদের ব্লগে। সদ্য প্রয়াত বাংলা সাহিত্যের নক্ষত্র হুমায়ূন আহমেদের সৃষ্টি ঘেটুপুত্র কমলা নিয়ে ফেসবুকে নানা মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে নানারকমের ছবি নানাভাবে সংযুক্ত করে বিকৃত করে পোস্ট করা হয়েছে। এসব নজরদারি করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক সাইট নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। বিশেষ করে ব্লগাররা দিনকে দিন মাথাচাড়া দিচ্ছে। ফেসবুক এবং টুইটারে ঢালাও ছবি সংবলিত না মন্তব্য পোস্ট করা হচ্ছে। গুরুতর সাইবার অপরাধের আওতায় এনে সংশ্লিষ্টদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি তুলেছেন অনেকে। সম্প্রতি সামহোয়ারইন ব্লগে বিটিআরসির সাইবার ক্রাইম প্রতিরোধ নিয়েও মন্তব্য করা হয়েছে।

একই মন্তব্য অন্য ব্লগেও করা হয়। তারা সরকারি এই প্রতিষ্ঠানের যুগোপযোগী একটি পদক্ষেপকে হেসে উড়ে দিয়েছে। এর আগে ২১ মার্চ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সামাজিক সাইট ফেসবুকের কয়েকটি পেজ এবং একটি ওয়েবসাইট বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় আদালত। এরই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয় বিটিআরসি। ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে মন্তব্য পোস্ট করা হয়েছিল।

আমার ঘরে কেরে, আমার ব্লগ কলা খায়না। দৈনিক যুগণ্ডার এ প্রকাশিত আজকের প্রতিবেদন বিস্তারিত পড়তে ক্লিকানঃ View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.