আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিলিয়ান যুগলের বিয়ে বাঙালি মুসলিম ঐতিহ্যে।

০০০ ভালোবাসা নামক এই হৃদয়ানুভূতির টানে জগতে কতকিছুই ঘটে! জাত-পাত-ধর্ম-বর্ণ ব্যবধান ভুলে গিয়ে মানুষ আপন করে নেয় প্রিয়জনকে। তেমনিই এক ব্রাজিলিয়ান যুগলের বিয়ে হলো বন্দরনগরীতে-বাঙালি ঐতিহ্যে মহাধুমধামে, ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে। বাংলাদেশে এসেছিলেন রোটারিয়ান সমাজসেবক হিসেবে,পরে নিয়ে আসেন প্রিয়জনকে। তারপর ধর্মান্তরিত হয়ে বিয়ে। তারা এখন ইউসুফ-জোলেখা। ব্রাজিলিয়ান এই যুগল রোটারিয়ান ওজভালদো নাতালি ভিয়েরা ও হেলিয়েট ইউজেনিও। বাঙালি মুসলিম ঐতিহ্য অনুযায়ী অতিথিদের কোরমা-পোলাও, খাসির রেজালা, মুরগির রোস্টসহ আপ্যায়ন, আকদ, কাবিন, সাক্ষী, উকিল সবই ছিল এ বিয়েতে। বিয়েতে কাবিন ধরা হয়েছে ১ হাজার ইউএস ডলার। এছাড়াও ছিল ধুমধাম, বাদ্য-বাজনা, কাওয়ালি-সেমা মাহফিল। মুল লেখা এখানে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.