জার্মানির কিংবদন্তি গার্ড মুলারকে পিছনে ফেলে কিছুদিন আগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করে ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু মেসির ঐ রেকর্ড প্রশ্ন তুলেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো।
ক্লাবটির দাবি এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছেন ব্রাজিলের সাবেক খেলোয়াড় জিকো। তাই এখনো সেই রেকর্ড মালিক জিকোই। বেশ কিছুদিন ধরেই বিশ্ব ফুটবলে বেশ রাক-ডাক চলছে মেসি ও মুলারকে নিয়ে।
মাঠে দু’জনের লড়াইয়ের কোন বিষয় নয়। ১৯৮১ সালেই ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মুলার। আর বর্তমানে ফুটবল মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন মেসি। তাই মাঠের লড়াই নয়, দু’জনের লড়াইটা এখন রেকর্ড নিয়ে।
ইতিহাস বলছে, ১৯৭২ সালে এক মৌসুমে ৮৫ গোল করে রেকর্ড গড়েছিলেন মুলার।
তাই রেকর্ড ভাঙ্গার পথেই ছিলেন মেসি। সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা মেসি অবশেষে ৯ ডিসেম্বর স্প্যানিশ লিগে মুলার রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস লেখেন। রিয়াল বেটিসের বিপক্ষে জোড়া গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার মালিক বনে যান মেসি। তাই রেকর্ড বইয়ে সবার উপরেই নাম লেখা হয় মেসির।
কিন্তু সেই রেকর্ড নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো।
স্থানীয় পত্রিকা ল্যান্স জানায়, জিকো এক বছরে ৮৯ গোল করেছে। ৮১ গোল ক্লাবের হয়ে, ৭ গোল ব্রাজিলের হয়ে এবং ১টি গোল প্রীতি ম্যাচে। তাই তাদের দাবি এক মৌসুমে সর্বোচ্চ গোল করার মালিক জিকোই। ঐ ক্লাবের ইতিহাস লেখক ব্র“নো লুসেনা বলেন, ‘মেসি এই রেকর্ডের মালিক নন। যদি পুরো বছর খেলতে পারতো জিকো তবে গোলসংখ্যা ১০০ ছাড়িয়ে যেত।
তবে ১৯৭৯ সালে ইনজুরিতে পড়ার আগে ৮৯ গোল করেছে জিকো। তাই রেকর্ডের মালিক তিনিই। এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। জিকোর গোল ৮৯টি ছিল বলে দাবি তাদের। কিন্তু ইতিহাস তো কথা বলছেই মুলারের পক্ষে।
তাই ইতিহাস ধরলে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার মালিক কিন্তু বর্তমানে মেসি। বর্তমানে এক মৌসুমে মেসির গোল সংখ্যা এখন ৮৮টি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।