আমাদের কথা খুঁজে নিন

   

মৃন্ময়ীর মন ভালো নেই

গল্পের বই পড়তে ভাল লাগে কোন একদিন মৃন্ময়ীর মন ভালো ছিল না। তখন অন্যভূবনের অচিনপুর থেকে এক চাঁদনি পসর রাতে এক অপূর্ব সৌরভ তার ঘরে আসল। তারপর মৃন্ময়ী সকল কাঁটা ধন্য করে উথাল পাথাল জোছনায় ভেসে যেতে শিখল নীপবনে বৃষ্টি বিলাস শিখল চিনতে শিখল বাদল দিনের প্রথম কদম ফুল। কল্পনায় রূপা হয়ে নক্ষত্রের রাতে হলুদ পাঞ্জাবী পড়া হিমুর সাথে আমাদের এই নগরে তার ছায়াসঙ্গী হয়ে নগ্ন পাঁয়ে হাটতে শিখল অন্তহীন পথ। মৃন্ময়ী ভালোবাসতে শিখল- নীল শাড়ি পড়ে নীল টিপ কপালে দিয়ে প্রিয়তমর আহবানে দাঁড়াতে শিখল বারান্দায়।

। কিন্তু কোন এক কৃষ্ণপক্ষের রাতে পঞ্চমীর চাঁদ ডুবে যাওয়ার পরে সেই সৌরভের শ্যামল পরশ হারিয়ে গেল অনন্ত নক্ষত্রবিথীর মাঝে। মৃন্ময়ীর মন আজ ভালো নেই। ভালো কী করে থাকে? সেই সৌরভ যে অভিমান করে একা একা চলে গেছে না ফেরার দেশে। আহমদ শিবলী বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।

ঊ-সধরষ: ংযরনষর১১৪১@ুধযড়ড়.পড়স ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।