আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারেষ্টিং ফ্যাক্ট...........২ (ফ্যাক্ট+ছবি=ফ্যাছ)

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... ২১) উদ্ভিদের বীজ হিসেবে সবচেয়ে বড় বীজ হচ্ছে কোকোডিমার বীজ । এই ১টা বীজের ওজন ২৭ কেজি। ২২) মানুষের রক্তের ওজন তার দেহের তেরো ভাগের এক ভাগ। ২৩) মানুষ হচ্ছে একমা প্রানী যে চিৎ হয়ে ঘুমাত পারে। ২৪) চাদ এবং আমেরিকার ব্যাস সমান।

২১৬০ মাইল। ২৫) যে কোন পাখির দশ নম্বর ডিমটা তার আগের নয়টা ডিমের চেয়ে আকারে বড় হয়ে থাকে। ২৬) কলায় শতকরা ৭৫ ভাগই রয়েছে পানি। ২৭) মানুষের ফুসফুসের উপরি ভাগ ছাড়িয়ে তার ক্ষেত্রফল বের করলে সেটা হবে একটা টেনিস কোটের সমান। ২৮) প্রানীদের ভেতর সবচেয়ে কম ঘুমায় হাতি এবং ডলফিন।

এরা গড়ে প্রতিদিন ২ ঘন্টার মত। ২৯) সার বিশ্বে শতকরা ৮ভাগ মানুষের শরীরে অতিরিক্ত একটা করে পাজঁর রয়েছে। ৩০) একটা ইঁদুর একরাতে ১০০ গজ লম্বা সুড়ঙ্গ খুঁড়তে পারে । ৩১) সমুদ্রের ক্যাটফিশ শরীরের যে কোন অংশ দিয়ে খাবারের স্বাদ নিতে পারে। ৩২) ফানি বোন আসলে কোন হাড় নয়, ওটা মানুষের কনুইয়ের একটা নার্ভ মাত্র।

৩৩) ইংল্যান্ডের স্টাম্পের উপর দেশের নাম লেখা থাকে না। ৩৪) মৌমাছি-ই একমাত্র কীট যার খাদ্য মানুষ খায়। ৩৫) পতংগ কিছু খেতে পারে না, কারন তার মুখ নেই এমন কি পেটও নাই। ৩৫) কাঁচ ভেঙ্গে পড়লে তার টুকরাগুলো প্রতি ঘন্টায় ৪৮০০ কিঃমিঃ গতিতে ছিটকে পড়ে। ৩৬) একটি শুঁয়োপোকার শরীরে ৪,০০০ মাংসপেশী আছে ৩৭) পতংগ কখনো কাপড় কাটে না তার লালা কাপড় নস্ট করে।

৩৮) কম খাদ্যের তুলনায় কম নিদ্রার মানুষের মৃত্যু আগে হয়। ৩৯) অ্যালবাট্রস পাখি ডানা না ঝাপটে ছয়দিন পর্যন্ত শূন্যে ভেসে থাকতে পারে। ৪০) পৃথিবীর সর্বাধিক বিক্রিত গ্রন্থের নাম বাইবেল। ======================================= সংগ্রহ - একটা বই কিনেছিলাম বাচ্চাদের জন্য ওইটা থেকে টাইপ করেছি আর ছবিগুলো নেট থেকে............... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।