আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারেষ্টিং ফ্যাক্ট...........৩ (ফ্যাক্ট+ছবি=ফ্যাছ)

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... ১। একটা স্ত্রী স্টার ফিস এক বছরসময়ের মধ্যে 200,000,000 টি ডিম দেয় । ২। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বিশ্বের প্রথম হাত বোমাটা তৈরী করেছিলেন কুবলাই খান, ১২৩০ সালে । ৩।

১৮৪৪ সালে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে ক্রিকেট খেলা হয়েছিল । দেশ দুটি ছিল আমেরিকা এবং কানাডা । ৪। ঘড়িতে ব্যবহার করা প্রথম বল স্প্রিংটি ছিল একটা শুয়োরের চুল । ৫।

রাতের বেলা পেঁচা মানুষের চেয়ে একশ গুন বেশী দেখতে পায় । ৬। সারা পৃথিবীতে জীবন্ত আগ্নেয়গিরির সংখ্যা হল 486টি । ৭। প্রতি মুহুর্ত পৃথিবীতে ১৮০০ জায়গায় এক সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হয় ।

৮। মানুষের অক্ষি গোলকের শতকরা তিনভাগ জুড়ে রয়েছে লবণ । ৯। মানুষের মাথার চুলের গড় আয়ু তিন বছর । তিন বছর পর একটা চুল ঝরে গিয়ে সেখানে নতুন চুল গজায় ।

১০। উকুন মানুষের মাথায় এক সঙ্গে ১৫০টির ডিম পেড়ে থাকে ১১। গলার মতো জিরাফের জিহ্বা্ও অন্য অনেক স্তন্যপায়ী প্রাণীর জিহবার চেয়ে লম্বা । প্রায় ১৯ ইঞ্চি । ১২।

একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে বারো থেকে পনেরো বার শ্বাস নিয়ে থাকে । ১৩। গাছেদেরে মধ্যে সবচেয়ে দীঘজীবি গাছটির নাম হল বিসলকোন পাইন । ৪৬০০ বছরের পুরানো বেচে থাকা এই গাছের সন্ধান পাওয়া গেছে । ১৪।

সৌরজগতের অন্যান্য গ্রহ যে দিকে ঘুরে সূযকে আবতন করে সূযকে আবতন করে, শুক্রগ্রহ ঠিক তার উল্টোদিকে ঘুরে আবর্তিত হয় । ১৫। ওয়াকিং লিফ নামে একটি পোকা আছে যা দেখতে হুবহু গাছের পাতার মত । ১৬। পাথরের ভেতর একমাত্র ঝামা পাথরই পানিতে ভাসতে পারে ।

১৭। দক্ষিন আফ্রিকার সমুদ্রে চার চোখ্ওয়ালা মাছ পাওয়া যায় । ১৮। মিশরের সিফংস তৈরী করা হয়েছিল একটা আস্ত পাথর কেটে । ১৯।

এক মাইল বিস্তৃত বিজলীর আলোতে যে বিদ্যুত প্রবাহিত হয়ম তা দিয়ে দশ লাখ ইলেকট্রিক বাল্ব জ্বালানো যায় । ২০। মানুষের চোখ ১৭,০০০ টা আলাদা আলাদা রঙ চিনতে পারে । ২১। একজন মানুষকে শূন্যে ভাসাতে ৩,২০০ ঘনফুট হিলিয়াম গ্যাস লাগে ।

২২। কচ্ছপের কোন দাত নেই ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।