সদ্য প্রয়াত মেধাবী লেখক অধ্যাপক হুমায়ূন আহমেদের বিদেশে চিকিৎসার ক্ষেত্রে কথিত অবহেলা,মৃত্যু এবং তাঁর দাফনকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে,তাতে আমার মতো অনেকের মনেই হয়তো কিছু প্রশ্ন জাগে। কিন্তু কিছু অতি শাওন ভক্ত,আবার বলছি- এরা কোনভাবেই প্রয়াত হুমায়ূন আহমেদের ভক্ত না,এরা ১০০% সাচ্চা শাওন ভক্তই,আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন,তাতে আমি হতভাগ। এই মেধাবী লেখকের বিদেশে চিকিৎসার ক্ষেত্রে কথিত অবহেলা,মৃত্যু এবং তাঁর দাফনকে কেন্দ্র কারো মনে যদি কোন সন্দেহ জাগে,সেটাও কি কোন মহাপাপ? আমি কি মুরতাদ-কাফের হয়ে গেলাম? আমি একটা ব্লগে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছিলাম মাত্র। আমি বলেছিলাম যে,আমার সন্দেহ হচ্ছে যে তাঁকে হত্যা করা হতে পারে। আমি কিন্তু একবারও বলিনি যে,অভিনেত্রী শাওনই তাঁকে বিষ প্রয়োগে হত্যা করেছেন। আর তাতেই কিছু অতি উৎসাহী শাওন ভক্ত পারলে আমার কেল্লা কেটে সেটা দিয়ে কাবাব বানিয়ে তাঁদের অতি কাছের,অতি পছন্দের শাওন ভাবীকে ইফতার করান। আরে ভাইজান,পিরিত ভালো,তবে এত গরম গরম প্রেম-পিরিতি কিন্তু গভীর সন্দেহজনক,বুঝলেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।