সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে হ্যাঁ ভাই, অভিনেতা অভিনেত্রী আবশ্যক।
একটি নিযুত পর্বের ধারাবাহিক বানানো হইবে।
আপনারা যোগাযোগ করতে পারেন এ সময়ের তরুণ, তরুনী,মধ্যবয়সী,বৃদ্ধ সবাই।
আমারা প্রোডিউসার অনেকদিন থেকে জনগনের রুচির কথা ভেবে এই ধারাবাহিকটি তৈরীর পদক্ষেপ নিয়েছি। সকলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের নিম্নবর্ণিত যোগ্যতায় যারা টিকে যাবেন তারাই হতে পারেন আমাদের কাঙ্খিত অভিনেতা অভিনেত্রী।
(অভিনয় করুণ আর অমর হউন। )
এখন আপনাদের সামনে আমাদের প্রোডাকশন হাউসের পক্ষ থেকে নির্ধারিত শর্তাবলী নিম্নে সংযুক্ত করা হইল।
শর্ত ১.আমাদের ধারাবাহিকটি যেহেতু নিযুত পর্বের হইবে তাই কোন অভিনেতা এবং অভিনেত্রী ধারাবাহিকের মাঝ পথে মরিতে পারিবে না। ধারাবাহিক যতদিন চলিবে ততদিন বাঁচিয়া থাকিতে হইবে।
অন্যথায় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে পারিবেন।
শর্ত ২.অভিনেতা অভিনেত্রীদের সকলকেই কমপক্ষে (বিখ্যাত হিন্দী সিরিয়াল ,যেমন কাহানি ঘর ঘর কি....)১০টি সিরিয়াল স্বচক্ষে দেখার অবিজ্ঞতা থাকিতে হইবে। অন্যথায় আগ্রহী প্রার্থীগণ আমাদের সিরিয়ালে অভিনয় করার অযোগ্য বলিয়া বিবেচিত হইবেন।
শর্ত ৩.আগ্রহী প্রার্থীগন যদি বিবাহিত হোন তবে অবশ্যই পরকীয়া প্রেমের একাধিক অভিজ্ঞতা থাকিতে হইবে।
শর্ত ৪.আগ্রহী প্রার্থী যদি পুরুষ হোন তবে বেডরুমেও স্যুটেট বোটেট থাকার ১০ বছরের অভ্যাস থাকিতে হইবে।
আর চেহারা ছুরত মোবারকে যদি দারিদ্রতার ছাপ থাকে তাহলে আপনার/আপনাদের উক্ত সিরিয়ালের অভিনয়ের অযোগ্য বলিয়া বিবেচিত হইবেন।
বিঃদ্রঃশিবির স্টাইলের দাঁড়ি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হইবে।
শর্ত ৫.আবেদন কারী যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার/আপনাদের বুক ও পাছার মাপ অবশ্যই আমাদের প্রোডাকশন হাউস নির্ধারিত মাপের হইতে হইবে।
শর্ত ৬.মহিলা প্রার্থীদেরকে আমাদের প্রোডাকশন হাউস কর্তৃক সরবরাহকৃত বিশেষ ধরনের শাড়ি ,ব্লাউস,পেটিকোট,কপালের টিপ,জুটো এবং জুয়েলারী ব্যবহার করিতে হইবে।
বিঃদ্রঃ অন্তর্বাস নিজস্ব হইলে আমাদের আপত্তি থাকিবে না।
শর্ত ৭.আগ্রহী প্রার্থীদের, সবাইকে শুনিয়ে মনে মনে কথার বলার মুদ্রাদোষ থাকিবে হইবে।
আমাদের এতদ্বর্ণিত শর্তসাপেক্ষে যারা নিজেদেরকে যোগ্য বলিয়া মনে করেন তারা অতিশীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা-
প্রযোজক,
বালশান এভিনিউ প্রোডাকশন হাউস
গুলশান ১০/২
(পরকীয়া প্রেম বিশ্বময় বিস্তৃত করার একটি খ্যাতনামা প্রতিষ্ঠান)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।