মেহরিন সাদিয়া সুমি
আমি যা লিখি, তাই কপি পেষ্টের দায়ে দুষ্ট হয়। জোকস দিলে প্রশ্ন আসে, কপি পেষ্ট করলাম কেন? আচ্ছা আমি কি গোপাল ভাঁড় যে নিজেই জোকস এর রচয়িতা হব? তারকা সংবাদ দিলে প্রশ্ন আসে, কপি পেষ্ট করলাম কেন? আচ্ছা আমি কি এখন কাজকর্ম ফেলে তারকাদের ইন্টারভিউ নিয়ে বেড়াবো? উৎসের লিংক দিয়েও কোন লাভ হয়নি।
এই যে প্রিয় অভিনেত্রির কিছু পুরোনো নতুন ছবি শেয়ার করলাম, এটা নিয়েও প্রশ্ন দেখা দেবে, ছবি গুলো কেন আমি নিজে তুল্লাম না?
এইরকম হইলে কি কিছু শেয়ার করতে মন চায় বলেন?
ও আচ্ছা , ছবি গুলো ফেইস বুক থেকে নেয়া। দেখতে মন না চাইলে দেইখেন না কিন্তু আল্লার ওয়াস্তে মাইনাস দিয়েন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।