আমাদের কথা খুঁজে নিন

   

“যালিম শাসকের সামনে হক্ব কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ।” (সুনান আবু দাউদ, হাদিস নং ৪৩৪৪)

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা যথার্থ সত্যই বলেছেন যখন তিনি (সুবহানাহু ওয়াতা’আলা) বলেন,“এবং যারা আল্লাহ্‌ প্রদত্ত বিধান দ্বারা শাসনকার্য পরিচালনা করেনা, তারাই যালিম”। [সূরা আল-মা’য়িদাহ্ : ৪৫] আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা প্রদত্ত এই আয়াতে বর্তমান গণতান্ত্রিক শাসন এবং হাসিনা সরকারের এক বাস্তব বর্ণনা খুঁজে পাওয়া যায়। এই গণতান্ত্রিক শাসনব্যবস্থা হচ্ছে একটি যুলুমের শাসনব্যবস্থা এবং হাসিনা সরকার একটি যালিম সরকারঃ • ইসলামের আ’ক্বীদায় বিশ্বাসী জনগণের উপর অনৈসলামিক আইন চাপিয়ে দেয়া- একটি যুলুম • লক্ষ লক্ষ মানুষকে তাদের ন্যূনতম মৌলিক চাহিদা হতে বঞ্চিত করে, তাদেরকে দারিদ্রের কষাঘাতে জীবন যাপনে বাধ্য করা - একটি যুলুম • পুঁজিবাদী ও কাগুজে মুদ্রার অর্থনৈতিক ব্যবস্থা চাপিয়ে দিয়ে মানুষকে ন্যূনতম অর্থ উপার্জনে জুতার তলা ক্ষয় করিয়ে, এবং তারপর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির ধাক্কা সামাল দিতে পকেটের সমস্ত অর্থ নিঃশেষ করে সেই কষ্টের উপার্জনকে মূল্যহীন করে দেয়া – একটি যুলুম • বৈষম্যমূলক এক শিক্ষানীতি বাস্তবায়ন করে সন্তানের ডিগ্রি অর্জন করাতে পিতা-মাতার শেষ সম্বল নিঃশেষ করা, এবং তারপর চাকুরীর সুযোগ না দিয়ে লাখ লাখ ‘শিক্ষিত বেকার’ গড়ে তোলা - একটি যুলুম • সম্মানজনক কাজের সুযোগ তৈরি না করে মানুষকে রিকশা চালানোর মতো কঠোর কায়িক শ্রমের দিকে ঠেলে দেয়া - একটি যুলুম • জনগণের সম্পদকে বেসরকারীকরণ করে বিদ্যুৎ উৎপাদনের নামে কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট প্রকল্প করে একদিকে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো এবং অপরদিকে ন্যূনতম আধাবেলা বিদ্যুতের সরবরাহ না করে মানুষকে গ্রীষ্মের দাবদাহে ঝলসানো - একটি যুলুম • অন্যায়ভাবে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়ে রাষ্ট্রীয় কোষাগার ভর্তি করা এবং তারপর জনগণের সেই কষ্টের টাকা লুটপাট করা - একটি যুলুম • হাসিনা এবং তার সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনাকারী জনগণকে নানাভাবে হয়রানী, গ্রেফতার, গুপ্ত অপহরণ এবং নির্যাতন করা - একটি যুলুম • গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক তৈরি করে তা জনগণের পেছনে লেলিয়ে দিয়ে মানুষকে যুলুম ও নির্যাতনের ভয়ে আতংকিত রাখা - একটি যুলুম • ইসলামের দাওয়াহ্ বহনকারীদের হয়রানী, গ্রেফতার, গুপ্ত অপহরণ ও নির্যাতন - একটি যুলুম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.