. উৎসর্গঃ লেখক হুমায়ূন আহমেদ'কে এই সব অবাক ঘাসগুলি একদিন আমার সঙ্গি হবে নক্ষত্রের দিকে চেয়ে চেয়ে হয়তো হিমু হব, পৃথিবীর পথে ঘাসের আঁচলে বর্ণচ্ছটা মুছে ফেলে ঘুমাব আমি মৃদু ঘাসে, কুয়াশার মিছিল হবে আমার জমিনে থেকে- মিছিল হবে অসংখ্য বৃক্ষের মিছিল হবে অসংখ্য প্রাণের, আমি চুপিচুপি দেখে যাব তোমাদের প্রাণের স্রোত-ফলে মীন কন্যাদের মতো পউষের শেষরাতে ভালবাসা রেখে যেও, নিরব সোহাগে আমি হয়তো রাত্রি হব- হয়তো কোনো ছায়ার মত প্রাণ দিয়ে বিস্ময়ে সব গ্রহণ করব কারণ-আর ব্যস্ততা নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।