আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজঃ হেফাজতে ইসলাম মাহমুদুর রহমানকে মুরতাদ ঘোষণা করেছে !!!!!

সহীহ সিত্তাহ বা ছয়টি নির্ভুল হাদিস গ্রন্থের সংগ্রহকারীদের ব্যাপারে নানা সত্য কাহিনী প্রচলিত আছে । তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের বিচক্ষনতার জন্য আমরা পেয়েছি এই নির্ভুল এবং দুর্লভ হাদিস সমূহ । বহু দিনের পথ পরিক্রমণ করে এক হাদিস সংগ্রহ কারী হাদিস সংগ্রহের জন্য এক ব্যক্তির দ্বার প্রান্তে উপস্থিত হলেন হাদিস সংগ্রহের জন্য । সেখানে উপস্থিত হয়ে দেখলেন রাসুলাল্লাহ (সাঃ) এর হাদিস জানা লোকটি তার উটকে খাদ্যের লোভ দেখিয়ে কাজ করিয়ে নিচ্ছে কিন্তু কাজ সম্পাদনের পর সে উটকে তার দেখানো খাবার না দিয়ে পুনঃ পুনঃ একই পদ্বতি অনুসরণ করছে । উক্ত হাদিস সংগ্রহকারী ঐ ব্যক্তির থেকে হাদিস সংগ্রহ না করে ফিরে গেলেন এই যুক্তিতে , যে ব্যক্তি সামান্য খাবারের জন্য একটি উটের সাথে প্রতারণা করতে পারে সে হাদিসের জন্য আমার সাথে প্রতারণা করতে পারে ।

হেফাজতে ইসলাম উপরোক্ত ঘটনার আলোকে এই সিদ্বান্তে উপনীত হয় যে , মাহমুদুর রহমান রাজাকারদের বাঁচাবার জন্য , মওদু্দীবাদীদের বাঁচাবার জন্য আমরা প্রত্যহ ৫ বার যে কাবা শরিফকে কেবলা করে সেজদা দেই , সে সেই কাবা শরিফের গিলাফ পরিবর্তনের দৃশ্যকে মওদুদীর চেলা সাইদির মুক্তির জন্য মানব বন্দ্বন বলে খবর ছাপিয়েছে । তার এই পবিত্র কাবা শরিফকে নিয়ে প্রতারণামূলক নাফরমানির জন্য তাকে মুরতাদ ঘোষণা করা হল । হেফাজতে ইসলাম আরও উল্লেখ করে যে, মহিলারা যেমন একটি ভাত টিপেই বুঝে নেন পাতিলের সব ভাত সিদ্ব হয়েছে কিনা তেমনি করে আমরা মাহমুদুর রহমানের মত ছুপা ধার্মিকের ঐ ঘটনার আলোকে বুঝতে পারি তার অপরাপর উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের মাজেজা , প্রকৃত পক্ষে সে ইসলামের শত্রু । তারা বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন অনুধাবন করে মাহমুদুর রহমানকে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ জানায় । এবং তারা সরকারকে জেলখানায় মাহমুদুর রহমানকে যথাযথ সাইজ করার জন্য জোর দাবী জানায় ।

আরও দেখুন আলহামদুলিল্লাহ মাহমুদ কারিগর গ্রেফতার । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.