আমাদের কথা খুঁজে নিন

   

`মিররলেস' ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   আজ ২৩ জুলাই `মিররলেস' ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ছোটো আকারের, লেন্স পরিবর্তনের সুবিধাযুক্ত এ ক্যামেরার বিক্রি শুরু করবে ক্যানন।

এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য ক্যামেরার বাজারে ক্যাননের প্রতিদ্বন্দ্বী নাইকন কর্পোরেশন ২০১১ সালেই `মিররলেস' ক্যামেরা বাজারে এনেছে। এ সময়ই কম্প্যাক্ট বডির এসএলআর ক্যামেরা তৈরির ঘোষণা দিয়েছিল ক্যানন। তবে সেসময় জাপানের সুনামি-ভূমিকম্পের কারণে ক্যাননের উত্পাদন বন্ধ ছিল। স্বাভাবিক অবস্থায় ফেরার পর ক্যানন কর্তৃপক্ষ ২০১১ সালের জুলাই মাসে তাইওয়ানে এই মডেলের ক্যামেরা তৈরির জন্য সুবিধা বাড়ানোর কথা জানিয়েছিল।

এসময় তাইওয়ানের কারখানা থেকে প্রতি মাসে ১ লাখ ক্যামেরা তৈরির কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। চলতি বছর সেপ্টেম্বর মাস থেকেই এ ক্যামেরার বিক্রি শুরু হচ্ছে বলেই ক্যানন জানিয়েছে। মিররলেস মডেলের ক্যামেরায় বড় আকারের সেন্সর ব্যবহূত হয় যার ফলে ছবির মান অনেক ভাল হয় কিন্তু ক্যামেরায় কোনো অপটিক্যাল ভিউফাউন্ডার না থাকার কারণে তা হয় অনেক হালকা-পাতলা। সহজে বহনযোগ্য হওয়ার কারণে পেশাদার আলোকচিত্রীদের জন্য ক্যাননের এই মিররলেস ক্যামেরা ব্যবহার বান্ধব হবে বলেই আশা করছে ক্যানন কর্তৃপক্ষ। যদিও এ ক্যামেরার দাম প্রসঙ্গে এখনো মুখ খোলেনি প্রতিষ্ঠানটি।

Source:http://www.prothom-alo.com ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।