আমাদের কথা খুঁজে নিন

   

পাগলে কি না বলে ছাগলে কি না খায়

এখনো সবুজ শৈশবে ভর করে লাখো স্বপ্ন বুনি দিন রাত হুমায়ুন আহমেদ স্যার কে নিয়া এত্ত কথা বলতেসস ছাগলের দল, উনি নাকি নাস্তিক ছিল , উনার জানাজার নাকি দরকার নাই এইসব বাল ছাল আরো কত্ত কিছু!যাদের ধর্ম ভাবনা এক্কবারে বেশী মাত্রায় সেন্সেটিভ , একটা কিছু পাইলেই খারায়া যায় , তাদের বলি – মিয়ারা পক পক না করে নিজের বালে (চুলে ) চিরুনি মার, এখনও তোমরা মহিলা মানুষ রে ইমাম করে রখছ দেশের, কোন ইসলামি আইন এর বৈধতা দেয় ? এর বেশী কিছু তোমাদের জন্য আমার বলার নাই , ধরলাম তিনি বাল ছাল , লিখে গেছেন আর বেচে থাকতেও লিখতেন! যারা এমন ভাব , শুনে রাখ উনার এইসব বাজারি বই না থাকলে ইন্ডিয়ান লেখক দের বই এখনও বইমেলা সহ নিলখেত জুরে থাকত। লুল রে লুল , ২০১২ তে আইসা একজন চিন্তা করতাছে তার ধর্ম ভাবনা অন্য মানুষ দারা প্রভাবিত হবে, কেমন জ্বালা?? কোন বইটাতে হুমায়ুন আহমেদ আপনাদের বললেন যে নামাজ পড়া যাবে না ? ? কোন বই এ বলেছেন নামাজ পড়া যাবে না ? কোন বই তে তিনি বলেছিলেন আমি তোমাদের নামাজ পড়া শিখাইতে আসচি ? লুল রে উল , ছাগলেরা টাইনা তুলে নিজের চুল। আহাম্মকের দল , সেক্সপিওর মুসলমান না বলে কি তোরা ইংলিশ এ অনার্স করবি না ?? ১৩ বছর ধরে হুমায়ূন আহমেদ এর বই পরতেছি, এখন বই গুলা কি এইসব ছাগল রা লিখবে নাকি ? আজকাল শুনি জাফর ইকবাল ও নাকি নাস্তিক !!! আমি বলে দিচ্ছি এই দেশের ভবিষ্যৎ অনেক খারাপ আছে , যদি পাবলিক অন্ধ বিশ্বাস থেকে ফিরে না আসে। একজন লেখকের কাছে আমার দাবি এবং আশা – তারা আমার সাহিত্য ,সংস্কৃতি পরিপূর্ণ করে যাবে। যেটা করে দেখিয়েছেন হুমায়ূন আহমেদ। নিন্দুকের জবাব একটু পর থেকে সয়ারাসরি সম্প্রচার করা হবে শহিদমিনার থেকে সরাসরি। লাল সালাম তোমায় হুমায়ূন আহমেদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।