আমাদের কথা খুঁজে নিন

   

স্টিভ জবস আইপ্যাডের নকশা করেছিলেন ২০০২ সালে

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস আইপ্যাডের নকশা করেছিলেন ২০০২ সালে। তিনি নিজেই ২০১০ সালে অল থিংস ডিজিটাল কনফারেন্সে ওয়াল্ট মসবার্গের কাছে এ কথা স্বীকার করেছিলেন। সে হিসাবে ২০০৭ সালে বাজারে আসা আইফোনের আগেই আইপ্যাডের জন্ম হয়েছে। ২০১০ সালে বাজারে আসার আগে অন্তত দুই বছর ডিভাইসটির ওপর পরীক্ষা চালানো হয়েছিল। বাজারে আসার পর রাতারাতি জনপ্রিয় হয়ে যায় আইপ্যাড।

জবসের স্বীকারোক্তি অনুযায়ী গ্লাস ডিসপ্লে, মাল্টি টাচ ডিসপ্লের ধারণা সবই আইপ্যাড থেকেই এসেছে। পরে অবশ্য আইফোনে এ প্রযুক্তি ব্যবহার করা হয়। আইফোন দেখে জবস এতটাই চমকে গিয়েছিলেন যে, আইপ্যাডের কাজ রেখে তিনি আইফোনের উন্নয়নে ব্যস্ত হয়ে পড়েন। ফলে আইপ্যাডের আগেই বাজারে চলে আসে আইফোন। সূত্রঃ সায়েন্সটেক ম্যাগাজিন #বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন " মাসিক সায়েন্সটেক " এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজ।

এখানে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।