আমাদের কথা খুঁজে নিন

   

বেহেশ্ত বা জান্নাত

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে বেহেশ্ত ফার্সী শব্দ, আরবীতে একে জান্নাত বলা হয়। অর্থ সুখের ধাম! বেহেশ্ত সম্বন্ধে ভিবিন্ন ধর্মে ভিবিন্ন ধারনা-বিশ্বাস প্রচলিত রয়েছে। জান্নাত শব্দের শাব্দিক অর্থ উদ্যান। ইসলামের পরিভাষায়, এ জগতে মানুষের কৃত নেক কাজের বিনিময়ে পরকালে আল্লাহ যে সুখময় স্হান তাকে দান করবেন তাই জান্নাত বা বেহেশ্ত।

পবিত্র কোরআনে বেহেশ্ত বা জান্নাত সম্বন্ধে যেসব বর্ননা রয়েছে, তন্মধ্যে একটি কথা সাধারন- মনোরম উদ্যান সমূহ, যার নিন্মদেশ দিয়ে নহর সব প্রবাহিত রয়েছে। কোরআনের অনেক আয়াতেই আল্লাহ তাআলা জান্নাতের এরুপ সাধারন বর্ননা দিয়েছেন। বেহেশ্তে রয়েছে নানা প্রকার ফল যেমন আঙ্গুর, খেজুর, ও দাড়িম্ব। বেহেশ্তের অপর একটি উপকরন সমবয়স্ক যুবতী সঙ্গী। যারা পান-পাত্র নিয়ে বেহেশ্তীদের মাঝে ঘুরে বেড়াবে, এ থেকে পান করলে শিরঃপীড়া ও চৈতন্য লোভ পাবেনা।

সবকথা, মানুষ সুখের উপায়-উপকরন বলতে যা কিছু ভাবতে পারে তা সবই বেহেশ্তে বিদ্যমান রয়েছে। কিন্তু বেহেশ্ত এমন এক জগত, জড়জগতের সাথে যার কোন তুলনা চলেনা। সেখানকার দেহের ও আত্মার তৃপ্তি হবে সবচেয়ে বড় তৃপ্তির কারন হবে মহান আল্লাহর সন্তুসটি ও সাক্ষাৎকার। এটাই হবে মানুষের পক্ষে অতি উত্তম আনন্দ। হযরত আবু হোরায়বা (রাঃ) হতে বর্নিত, হযরত নবী করীম (সাঃ) এরশাদ করেছেন, জান্নাতের একখন্ড ছড়ি রাখার পরিমান স্হান পৃথিবী এবং পৃথিবীতে যা আছে তার সব কিছু হতে উত্তম।

অন্য এক হাদিসে হযরত আবু হোরায়বা (রাঃ) হতে বর্নিত, হযরত নবী করীম (সাঃ) এরশাদ করেছেন, জান্নাত প্রবেশকারী আমোদ-প্রমোদ থাকবে। তার কোন কিছুর অভাব হবেনা। তার পরিহিত বস্ত্রাদি হবে সুরমাযুক্ত। একজন মানুষ ৩০ কি ৩৩ বছর বয়সী যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। হযরত হাকীম (রাঃ) হতে বর্নিত, হযরত নবী করীম (সাঃ) এরশাদ করেন, জান্নাতে পানি. মধু, দুগ্ধ এবং মদের সমুদ্র আছে।

বেহেশ্ত আটটিঃ ১। জান্নাতুল খোলদ, ২। দারুস সালাম, ৩। দারুল কারার, ৪। জান্নাতু আদন, ৫।

জান্নাতুল মাত্তয়া, ৬। জান্নাতুন নায়ীম, ৭। জান্নাতু ইল্লিয়্যীন, ৮। জান্নাতুল ফেরদাউস। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.