তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। আপনি টেইলারসে গেছেন কাপড় সেলাইতে, আপনার কাপড় সিলানো অবস্থায় দোকানের কোন দুর্ঘটনার জন্য কোন কর্মচারীর ক্ষতি হলে কি আপনি ক্ষতিপূরণ দিবেন?
নাকি বলবেন দোকান মালিক দিবে?
আম্রিকাতে উইড়া যাইতে বিমান খরচ অন্তত ১৩০০ ডলার।
বাংলা টাকায় ১০১৪২৬ টাকা।
আম্রিকার মিনিমাম ভিসা ফি ১৫০ ডলার।
বাংলা টাকায় ১১৭০০ টাকা।
একজন গার্মেন্টস কর্মী যিনি কিনা গত নভেম্বরে আহত হয়ে ছিলেন তাজরিন গার্মেন্টসের অগ্নিকান্ডে। তিনি এতো টাকা কোথায় পেলেন? বা তিনি আম্রিকাতে যেয়ে হিউম্যান রাইটস কর্মীকেই বা কি ভাবে পেলেন? আমি জদ্দুর জানি ভাগ্যের নির্মম পরিহাসের কারণেই তাদের জীবনে শিক্ষার আলো উঁকি দেয় নি। এক জন অল্প শিক্ষিত মানুষ কিভাবে আম্রিকা যেয়ে এতো কিছু করতেছেন?
এইটা অবশ্যই ভালো, যে আমরা আমাদের অধিকারের বিষয়ে ওয়াকিবহাল হচ্ছি।
কিন্তু এর জন্যতো সুমির উচিৎ ছিলো বিজিএমইএ অথবা বিকেএমইএ এর সামনে যেয়ে আন্দোলন করা, নয়তো শ্রম মন্ত্রণালয়ের কাছে আর্জি পেশ করা।
বিদেশে যেয়ে আমাদের ক্রেতার কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার কোন মানে আছে?
এখন এইটা দেখে যদি ওয়ালমার্ট সহ সকল বায়ার যদি আমাদের পণ্য নিতে দ্বিধা বোধ করেন, ক্ষতিটা কাদের হবে?
আমাদের সোনালি আঁশ ছিল পাট, একদিন যাতে বলতে না হয়, আমাদের সম্ভাবনার ক্ষেত্র ছিল আরএমজি, দালালরা তা শেষ করে দিয়েছিলো।
সুমির সাহসিকতায় ভীত ওয়ালমার্টঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।