আমাদের কথা খুঁজে নিন

   

সেহরি ও ইফতারের সমসূচীর ফ্রী এসএমএস নোটিফিকেশন

তুমি বল! তোমার প্রতিপালক প্রভুর পক্ষ থেকে পূর্ণ সত্য সমাগত, অতএব কেউ চাইলে ঈমান আনতে পারে আবার কেউ চাইলে অস্বীকারও করতে পারে। (সূরা আল্-কাহাফ: ৩০) মূলত নিজের জন্যই গুগল ক্যালেন্ডার কাস্টমাইজ করেছিলাম। কিন্তু সবার সাথে শেয়ার করার ইচ্ছা হল, তাই ক্যালন্ডারটি সবার জন্য উন্মুক্ত করে দিলাল। এর মাধ্যমে আপনারা সবাই প্রতিদিন সেহরির সময়, সেহরির প্রায় ৪ ঘন্টা পূর্বে জানতে পারবেন এবং ইফতারের সময় ইফতারের ৪ মিনিট পূর্বে জানতে পারবেন। যাই হোক আর কথা না বাড়িয়ে কিভাবে কি করতে হবে সেটা বলছি: এই সুবিধাটি নেওয়ার জন্য আপনার একটি গুগল একাউন্ট লাগবে(যেমন: জিমেইল) এরপর এই লিংকে যান ঠিক নিচে বাম পাশে আইকন এ ক্লিক করুন।

এবার Yes, add this calender বাটনে ক্লিক করুন। আমার কাস্টমাইজ করা ক্যালেন্ডার আপনার ক্যালেন্ডারে এড হয়ে যাবে। এবার এসএমএস এ নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার গুগল ক্যালেন্ডারে আপনার মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা এই লিংক থেকে জানতে পারবেন। আমি গ্রামীনফোন থেকে করেছি, জানি না বাংলাদেশে আর কোন অপারেটর সাপোর্ট করে, তবে এয়ারটেল সাপোর্ট করার কথা।

বি:দ্র: এসএমএস নোটিফিকেশনে শুধুমাত্র ঢাকা এবং এর আশেপাশের এলাকার সেহরী ও ইফতারের সময়সূচী সরবরাহ করা হবে। Disclaimer: For any worng notification or delayed notification, the writer of the blog or the owner of the original calender will not be liable. You must remember, "To err is human, to forgive divine" throughout the holy month. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।