আমি নিশাচর মহাশয় অনেক জ্ঞান দান করিলেন আর আমিও তাহার জ্ঞান ধারন করিয়া কৃতার্থ হইয়া শুধাইলাম, মহাশয় জ্ঞানীরা সারাজীবন সবকিছুতেই জ্ঞান খোঁজে আর ছাগল সর্বত্র সর্বদাই কাঠাল পাতা খোঁজে তাহা হইলে জ্ঞানীরা কি ছাগল নাকি ছাগলরা জ্ঞানী??? তিনি কিছু সময় কনফিউজ খাইয়া আমার দিকে চাহিয়া রইলেন তাহার পর বলিলেন "তোমার জীবন বৃথা" আমি অধঃমস্তকে সবিনয়ে তাহা মানিয়া লইলাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।