আমাদের কথা খুঁজে নিন

   

বার্ড ফ্লু আর আমাদের সরকার মহাশয়ের অশ্বডিম্ব ভক্ষণ

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

দেশ আবারো ব্যাপক হারে বার্ড ফ্লুতে আক্রান্ত । প্রতিদিনই দেশের বড় বড় পোল্ট্রি খামার গুলো লক্ষ লক্ষ বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগী নিধন করছে । কিন্তু দেশে যেহেতু বার্ড ফ্লু আক্রমণ নতুন কিছু নয় তাই জনগন সে বিষয়ে তেমন আগ্রহী নয়, তারা নতুন কোন হিট বিষয় নিয়ে ব্যস্ত, তাদের আগ্রহ একটা নতুন কিছুর জন্য..... আর সরকার রীতিমত মুরগি, ডিম খাওয়ার পরামর্শ দিয়েই ক্ষান্ত নয় বরং প্রতিদিনই সব উপদেষ্টারা মুরগী ডিম খাওয়ার এ্যাড করে যাচ্ছেন । বার্ড ফ্লু কি এবং কেন হয় এব্যাপারে টিভি রেডিওতে বিজ্ঞাপন দেখিয়েই সরকারের অশ্বডিম্ব প্রসব শেষ । সেই ডিম্ব এখন তারা জনসম্মুক্ষে চেখে দেখছে..... বার্ড ফ্লু আক্রান্ত হলেও মুরগি খাওয়া যায়...... কিন্তু এই বার্ড ফ্লু দেশের পোল্ট্রি খাতকে যে একবারে পথে নামিয়ে দিচ্ছে, দেশের এই গুরুত্বপূর্ণ শিল্প ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সেদিকে সরকারের নজর নেই বরং বার্ড ফ্লু আক্রান্ত কতগুলো মুরগি কোন খামারের মালিক নিধন করছে তাই নিয়ে তারা ব্যস্ত.... সরকার অশেষ কৃতজ্ঞ যে খামার মালিকরা মুরগি নিধন করছেন কিন্তু এই খামার মালিকরা মুরগি নিধন করে যে ক্ষতির সম্মুক্ষীণ হচ্ছেন কিংবা কিভাবে সেই ক্ষতি পুষিয়ে উঠবেন সেদিকে সরকারের নজর নেই বরং অশ্বডিম্ব ভক্ষণেই তারা ব্যস্ত । পোল্ট্রি শিল্পকে বাচাতে হলে সরকারকে খুব দ্রুত কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে, পোল্ট্রি মালিকদের ক্ষতি পুষিয়ে উঠতে এবং নতুন উদ্যোগে জেগে উঠতে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার হাত বাড়াতে হবে । বার্ড ফ্লু-র হাত থেকে এই শিল্পকে রক্ষা করতে সেদিকে নজর দেয়া সরকারের সবচেয়ে প্রয়োজনীয় কর্তব্য ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।