আমাদের কথা খুঁজে নিন

   

দৈত্যাকার স্ট্রবেরী লাচ্ছি --- লেক রিটবা

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক লেক রিটবা বা রোজ লেক, সেনেগালের রাজধানী ডাকারের উত্তর-পূর্বে অবস্থিত । সময়ের আবর্তে এই লেকের পানির রং নীল-বেগুনী থেকে গাঢ় গোলাপী বর্ণ ধারন করে থাকে। ক্ষতিকর প্রভাবমুক্ত Halophilic ব্যাকটেরিয়ার জন্য পানির এই অস্বাভাবিক রং পরিবর্তন এবং উচ্চ লবণাক্ততার পরিবেশে সৃষ্টি হয় । লেকের এই রঙের পরিবর্তন শুধুমাত্র শুষ্ক মৌসুমে দেখা যায় । Dunaliella salina এক প্রকার জীব, যারা লবন পছন্দ করে আর তাদের জন্যই লেকের পানির রং স্ট্রবেরী রঙের হয়ে থাকে ।

Michael Danson, ব্যাকটেরিয়া বিশেষজ্ঞ Britain's Bath University তার মতে "এই জীবগুলো এক ধরনে রঞ্জক পদার্থ উৎপন্ন ও শোষন করে থাকে এবং সূর্য রশ্মি সংস্পর্শে এরা অধিক শক্তিশালী হয়ে থাকে যার ফলশ্রুতিতে পানির রং গোলাপী বর্ণ ধারন করে । প্রায় ৩ বর্গ কি.মি এলাকাজুড়ে এই লেকের অবস্থান সেনেগালের রাজধানী ডাকার থেকে ৩৫ কি.মি উত্তর-পূর্ব দিকে । ১৯৭০ সাল থেকে স্থানীয় অধিবাসীরা লেক রিটবা থেকে লবন আরোহন করে থাকে আর এ লবন প্রধানত মাছ সংরক্ষনে ব্যবহার করা হয় । কোমর সমান পানিতে নেমে ঝুড়িতে করে লবন সংগ্রহ করা হয় আর এতে ব্যবহূত হয়ে থাকে কাঠের তৈরী একধরনে নৌকা যার নাম ক্যানো । সবচেয়ে আশ্বচর্য্য হওয়ার বিষয় এই লেকের পানি গোলাপী কিন্তু আরোহিত লবন একদম সাদা ।

যারা লবন আরোহন করে তাদের শরীরের চামড়াকে অতিরিক্ত লবনাক্ত থেকে রক্ষা করার জন্য একধরনের ব্যাটার ব্যবহূত হয় যার নাম শিয়া । শিয়া নামক বাদাম থেকে শিয়া ব্যাটার উৎপাদিত হয়ে থাকে । লেক রিটবা এবং ডেড সি'র মধ্যে যদি লবনাক্ততার তুলনা করা হয় তবে লেক রিটবার পানিতে ডেড সি'র তুলনায় ৪০% লবনাক্ততা বেশী । অথ্যাৎ এক লিটার পানিতে লবনের পরিমান ৩৮০ গ্রাম লেক রিটবার আরেকটা বড় পরিচয় হলো বিখ্যাত Dakar Rally'র সমাপ্ত হওয়া স্থান । [ ছবি নেট থেকে সংগৃহিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।