গত পাঁচশ’ বছর ধরে প্রতি অগাস্ট মাসে পালিত হচ্ছে জার্মানির প্রাচীন উৎসব গোয়ার্স। এ উৎসবে ড্রাগন বধ করার রীতি প্রচলিত। প্রাচীনকাল থেকেই ব্যাভারিয়ান ফরেস্টে ড্রাগন বধ করার ঐতিহ্যবাহী খেলায় মেতে উঠে জার্মানরা।
আগে ব্যাভারিয়ান ফরেস্টে ড্রাগনের দেখা না মিললেও এখন বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশাল আকৃতির রোবট ড্রাগন। দৈত্যাকার রোবটটি দেখামাত্রই সবাই ভয় পাচ্ছে বলে জানিয়েছে ম্যাশএবল।
৫১ ফুট উঁচু ড্রাগনটির ওজন ১১ টন। দানবাকৃতির ড্রাগনটির ৪০ ফুট দৈর্ঘ্যরে ডানা ছাড়াও মুখ দিয়ে আগুনের ফুলকি নিক্ষেপ করে ভয়াবহ দৃশ্য তৈরি করতে সক্ষম।
সম্পূর্ণ দূরনিয়ন্ত্রিত ড্রাগনটি ২০১৪ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বড় আকৃতির হাঁটতে সক্ষম রোবটের পুরস্কার জিতেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।