আমাদের কথা খুঁজে নিন

   

ক্লেদাক্ত যৌবন

শরীরে আচড়ের দাগ, নষ্ট হল বুঝি আবার মানবতা! ধুলোময় পকেটের কোনায় পরে আছে আমাকে পোড়াবার অপেক্ষায় থাকা করুণার বিষেভরা আমার আজন্মপ্রেমী, মাত্র তিনটি সিগারেট! বলো, তুমিই বলো আমার ক্লেদাক্ত যৌবন নষ্টসময়ের স্মৃতিফলকেরা কেমন করে ফেরাবো আমি, নি:শেষ হবার এ ধূসর অন্ধ আহ্বান? কতটা বিষে পুড়লে, বিষের পেয়ালাচুমুক মনে হয় প্রেয়সীর ওষ্ঠলেহন, কতটা কল্পনার ধুকে ধুকে মরণ হলে নিজেকে পুড়িয়ে পাই জাহান্নামের সুখ; সেকথা শিখিয়েছে আমায় নিরাশ্রয়ের বন্ধু, এই হলুদাভ তামাক শলাকারা! ওদের ভুলে থাকা মানে নিজেকে নিজেই করা অকল্পিত প্রতারণা। আমি পারি না প্রতারক হতে, আমি পারিনা... **** সিগারেট তিনটা এখন, পুড়তে শুরু করে, নি:শেষ হয় একে একে। বিষাক্ত সঞ্চারিত দু:খগুলো, আমাকে আশ্চর্য করে দূরে দূরে সরে যায়। দুঠোঁটের ফাকে চাপ খায় ওরা ককিয়ে ওঠে ব্যথায়, আর আমাকে শুধুই পোড়াতে থাকে জন্মপাপের বিষে। উৎসর্গ: ব্লগের নতুন কবিদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় প্রিয় শহীদকে। আরো অনেক অনেক লেখ, আরো সুন্দর সুন্দর লেখ। কবিতাতো তোমার জন্যেই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।