আমাদের কথা খুঁজে নিন

   

নগরবাসীকে কতটা সেবা দিতে আন্তরিক আমাদের সিলেট সিটি কর্পোরেশন?

২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশনের যাত্রা শুরুর পর থেকে সিলেটের নাগরিকরা একটু ভালো সুযোগ-সুবিধা আশা করেছিল। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন তা পুরন করতে অনেকাংশে আজ ব্যর্থ। লোকবল সংকট,দুর্নীতি আর অনিয়মে ভরা এক প্রতিষ্ঠান হয়ে উঠেছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট নগরীতে বর্তমানে ২৭ টি ওয়ার্ড আছে যেগুলোর বেশির ভাগের অবস্থা এতই খারাপ যে দেখে মনে হবে না যে এটা কোন মহানগরী। ড্রেন ময়লা,রাস্তা-ঘাট ভাঙা,যেখানে সেখানে আবর্জনার স্তূপ এসব কোন মহানগরীর পরিচয় নয়।

অথচ কাউসিলররা যদি নিজ নিজ এলাকা একটু যত্নের সাথে দেখতেন তাহলে এত সমস্যা হত না। অনেকে তা করছেন ও। নগরীর পরিবহন ও যানজট সমস্যা নিয়ে কিছু বলতে চাই। পরিবনের তীব্র সংকট আমাদের সিলেট মহানগরীতে। মেয়র কামরান তার ভোটের বাক্স ভারি করার জন্য রিকশা,অটোরিকশা,টমটম এসব পরিবহনগুলোর শ্রমিকদের অনিয়ম নিয়ে কোন কথা বলেন না।

রিকশা-অটোরিকশা এসবের ভাড়া মানুষের নাগালের অনেক বাইরে। অযথা অযৌক্তিক ভাড়া দাবি করে জনগণকে ভোগান্তির চেষ্টা করে এরা। হকার সমস্যা দিন দিন বাড়ছে। একে তো রাস্তা হাটার অনুপোযোগী তার উপর হকাররা ফুটপাথ দখল করে নিচ্ছে। পুলিশ সামান্য কয়টা টাকার লোভে এদের উচ্ছেদও করে না।

আমাদের সিটি কর্পোরেশন একটা জায়গায় খুব এগিয়ে আর তা হল বর্ষার সময়ে রাস্তাঘাট তৈরিতে। অথচ শুকনো মৌসুম রাস্তাঘাট নির্মাণ বা মেরামতের সময়। বর্ষা এলেই সিটি কর্পোরেশনের প্রকৌশলী-ঠিকাদারদের ঈদের আনন্দ শুরু হয়। এক রাস্তা তৈরিতে কি পরিমান দুর্নীতি হয় তা বলে শেষ করা যাবে না। তারপর কিছু দিন পর দেখা যায় সেই রাস্তা আবার আগের অবস্থায় ফিরে গেছে,একটা উদাহরন দিই,সোবহানিঘাট পয়েন্ট থেকে বন্দর ও জিন্দাবাজার যাওয়ার যে রাস্তা যা কিনা আমাদের অর্থমন্ত্রীর বাসায় যাবার রাস্তা,এই রাস্তা গতবছর যখন সংস্কার করা হয় টানা ৩ মাস রাস্তা বন্ধ ছিল,নগরবাসীকে কি পরিমান দুর্ভোগ পোহাতে হয়েছিল তা নিজের চোখে দেখেছি।

এই রাস্তার অবস্থা এখন দেখলে এমন কেউ পাওয়া যাবে না যে বলবে ৩ মাসে কি ঠিকাদাররা ঘোড়ার ঘাস কেটেছেন। অথচ ২০১০ সালেও এই রাস্তা ২ মাস সময় নিয়ে মেরামত করা হয়। যখন চোখের সামনে এইসব অনিয়ম দেখি নিজেকে সামলাতে কষ্ট হয়। আরও অনেক সমস্যা আছে যেমন জলাবদ্ধতা সমস্যা একটা বড় সমস্যা। ওসব না হয় বাদ দিলাম।

রাস্তাঘাট,ড্রেন,পরিবহনের দিকে মাননীয় মেয়র যদি একটু নজর দিতেন তাহলে আমরা জনগণ কিছুটা শান্তি পেতাম। কিন্তু আপনি যদি মনে করেন পরিবহন শ্রমিক আর হকারদের ভোটে আপনি আবারও মেয়র হবেন তাহলে সেটি একটি ভ্রান্ত ধারনা ছাড়া কিছুই হবে না। সাফায়াত অনিক ব্লগার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।