আমাদের কথা খুঁজে নিন

   

আউটসোর্সিংয়ে প্রতারণায় জড়িত ৫২ টি ওয়েবসাইট কে চিহ্নিত করা হয়েছে....

দেশে আউটসোর্সিং ও অনলাইন আয়ের নামে প্রতারণা করছে এমন ৫২টি প্রতিষ্ঠানকে চিহ্ণিত করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। একইসাথে এ ক্ষেত্রে নির্ভরযোগ্য সাতটি প্রতিষ্ঠানের তালিকা সরবরাহ করেছে তথ্য-প্রযুক্তির বিকাশে প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি।সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করতে কোনো অর্থ বিনিয়োগ করার প্রয়োজন নেই। শ্রম ও মেধাই এক্ষেত্রে সম্বল। তবে অনলাইনে আয়ের নামে যারা প্রতারণা করছে তারা সদস্য ফরম পূরণ থেকে শুরু করে সদস্য সংগ্রহে কমিশন পর্যন্ত চালু করেছে তা কোনোভাবেই আউটসোর্সিংয়ের সংজ্ঞায় পড়ে না।তারপরও এ বিষয়ে দেশের সম্ভাবনাময়ী তরুণ প্রজন্মের সরলতা এবং অজ্ঞতার সুযোগ নিয়ে গত কয়েক মাস ধরে বেশ কিছু ভূঁইফোড় প্রতিষ্ঠান প্রতারণা করছে। দেশের যুবসমাজকে প্রতারক চক্রের হাত থেকে রক্ষা করতে এ তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে।তবে প্রতারনার সাথে জরিত নেই এমন ওয়েবসাইট গুলো হল: তালিকা অনুযায়ী যারা আইটিতে দক্ষ এবং আউটসোর্সিংয়ে কাজ করতে আগ্রহীদের তারা ঘরে বসে আয় করতে চাইলে oDesk.com, Freelancer.com, vWorker.com, Elance.com, GetACoder.com, ScriptLance.com, ThemeForest.net, GraphicRiver.net এবং ActiveDen.com ওয়েব সাইট ভিজিট করতে পারেন। ****************** অপরদিকে প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে হলে Dolancer.com, Bdfreelancing.com, skylancers.com, skywalker.com, lancetech.com, adssourcing.com, newsheraton.com, visionaddworld.com, makegem.com, googleaddclick.com, newsherasion.com, diggnity.com, quickearns.com, workfordollar.com, adverview.com, airypal.com, clocksnetwork.com, midds.org, adslink-bd.com, eyelancer.com, alertpayclick.com, microbiz.com, adzzon.com, uniquelancer.com, ptcbank.net, bestelance.com, freedesklancer.com, intadfoendation.com, paradiseusainc.com, earningsip.com, skywalkerltd.com, uniqsot.com, microclicker.com, onlineaddclick.com, onlinenet2work.com, esource.com.bd, bdsclickcenter.com, scamadviser.com, eclixsense.com, foxclicks.com, allictsolution.com, world4earn.com, dreamkite.com, megatypers.com, minutelancer.com, 3gclick.com, affaritrack.com, clixworld.com, microlancer.com, orkit-net.com ও freelancerit.net থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।