এক দেশে দুই ভাই ছিল। তাদের দুটিতে ভারি ভাব। তারা একসঙ্গে খেলা ধুলা করে হেসে-খেলে দিন কাটায়। দেখতে দেখতে দু ভাই বড় হল। তখন আর তাদের আগের মত সেই মন ছিল না।
বিশেষ করে বড় ভাই ভারি হিংসুক, লোভী আর স্বার্থপর। সে বলল, ‘এস ভাই, এবার আমাদের যা সম্পত্তি আছে টা দু জনে ভাগ বাটোয়ারা করে নেই। ‘
ছোট ভাই খুব সরল। তার একটুও লোভ ছিল না, খুব অল্পেই সে খুশি ছিল। সে বড় ভাই কে বলল,’ খুব ভাল।
তোমার যা ইচ্ছা তুমি সব নাও। আমায় কেবল ছোট কুঁড়েঘর টা দিও। আর কিছু চাই না। ‘
বড়ভাই মহা আনন্দে তাই করলো। সব টাকাপয়সা, ঘরবাড়ি সেই নিল, ছোট ভাই পেলো শুধু একটা কুরে ঘর।
কিন্তু তাতে তার মনে কোন দুঃখ নেই। সে যেমন মানুষ তার বউ ও ঠিক তেমনি মানুষ। বাড়ির সামনে এক চিলতে জমিতে যে ফলের গাছটি আছে সেই ফল খেয়েই তাদের দিন কাটে। তারা আর কিছু চায় না। মনে মনে তারা খুব সুখি।
একদিন সেই গাছে এলো মস্ত পাখি। সেই পাখি তাদের একমাত্র খাবার সেই ফলগুলি খেয়ে শেষ করে দিলো। অভাবের কথা ভেবেও তারা সেই পাখিকে কিছু বলল না, তারিয়ে দিলো না, মারলও না। এইভাবে পর পর কদিন ই পাখি তাদের ফল খেতে এলো।
শেষে পাখি একদিন হটাত মানুষের গলায় তাদের বল্ল,’তোমরা ভয় পেয়ো না, আমই তমাদের ক্ষতি করবো না।
তোমরা আমাকে কিছু না বলে খেতে দিয়েছ,আমিও তেমনি তমাদের উপকার করবো। কাল আমই এই সময় আসব। তোমরা একটা থলে নিয়ে আমার সঙ্গে যেও। আমই তোমাদের সোনা দেব। ‘
(চলবে) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।