আমাদের কথা খুঁজে নিন

   

ভুল শব্দ: ধর্মান্ধতা

কোনো ধর্মই উগ্র অথবা অন্ধ নহে। ধর্মই মানুষকে আলোর এবং সঠিক পথ দেখাই, মানুষকে সম্প্রিতি ও মানবপ্রিতি শেখায়। কোনো ধর্মই বলেনা অন্য ধর্মকে আঘাত বা কটুত্তি করতে। কোনো ধর্মেই অসমতা, সাম্প্রাদায়িকতার ঠাই নেই। সুতারাং "উগ্র ধর্মান্ধতা" বা ধর্মান্ধতা শব্দ(গুলো) ব্যবহার করা মানে ধর্মকে অবমাননা করার সামিল হতে পারে।

কারন আগেই বলেছি কোনো ধর্মই কখনও উগ্র অথবা অন্ধ নহে। ধর্মকে তার যথাযত সম্মান প্রদর্শন করা আমাদের ঈমানি কর্তব্য। আর যারা অসাম্প্রাদায়িক, অমানবিক, অনৈতিক, উগ্র আচরণ করে থাকে তারা কোনো ধর্মের ধারক, বাহক, প্রতিফলক বা প্রতিরূপ হতে পারেনা। ওদেরকে আমরা পথভ্রস্ট, বিপধগ্রস্থ, উচ্চন্ন বা নস্ট হয়ে গেছে বলতে পারি। ঐসব পথভ্রস্টের সমালোচনা করতে গিয়ে আমরা "উগ্র ধর্মান্ধতা" শব্দগুলো ব্যবহার করে ধর্মের পবিত্ততাকে কি আমরা প্রশ্নবিদ্ধ করছিনা? আসুন আমরা সঠিক শব্দ ব্যবহার করে অন্যায়ের প্রতিবাদ করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।