আমি তাই বলি যা আমি বিশ্বাস করি আওয়ামীলীগ আর প্রথম আলো একটি ব্যাপারে এক বিন্দুতেই দাড়িয়ে। এই দুই পক্ষকেই সবসময় ধর্মের ব্যাপারে অপপ্রচারের স্বীকার হতে হয়। কতেক সময় এদের নাস্তিক আখ্যাও দেয়া হয়। তারা এই অপবাদ মুছে নিজেদের বিশাল ইমানদার প্রমান করার জন্য মাঝে মাঝে বিশাল অদ্ভুতুড়ে কাজ করে। তাদের এই অদ্ভুতুড়ে কাজে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় তারা যারা সবসময় ধর্মের অপব্যাবহারের বিরুদ্ধে কাজ করে।
কিন্তু তারা বোঝে না তাদের হাজার স্ববিরোধী কাজও প্রতিপক্ষকে তৃপ্ত করতে পারবে না কারন প্রতিপক্ষ ধর্মকে নিজেদের সুবিধামত ব্যাবহার করে। তারা যদি প্রতিপক্ষের কাছে পুরনাঙ্গভাবে ভাবে আত্মসমর্পণ করে তবেই প্রতিপক্ষ তাদের নামের পিছে ইমানদার ট্যাগ দিবে। আওয়ামীলীগ আর প্রথম আলো তাই বারবার সাম্প্রদায়িক শক্তির কাছে পরাজয় স্বীকার করার পরও তাদের নাস্তিক ট্যাগমুক্তি ঘটে না। সাময়িক ভাবে হয়ত ওই শক্তি চুপ করবে কিন্তু তাদের এই ভণ্ডামি বন্ধ করার জন্য দরকার বিশাল গনসচেতনা তৈরি করা। আর আওয়ামীলীগ যতদিন নিজেদের দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত হিসেবে প্রমান করতে না পারবে ততদিন তাদের গণসংযোগ কাজে দিবে না তেমনি প্রথম আলো যতদিন বহিঃশক্তি আর শত্রুদের প্রভাবিত না হয়ে শুধু দেশের স্বার্থ রক্ষা করে সংবাদ পরিবেশন না করবে ততদিন তাদের সংবাদ সর্বত্র গ্রহন হবে না।
অন্যায়কারী যত বড় আর শক্তিশালী থাকে তাকে প্রতিরোধ করতে ততটাই সৎ এবং নীতিবান হওয়াটা বাঞ্ছনীয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।