আমাদের কথা খুঁজে নিন

   

সামনে নির্বাচন আসুন আবার আওয়ামীলিগ কে ভোট দেই।

দুনিয়াতে ভাল আর খারাপ বলতে কিছু নাই আছে বোকা আর চালাক এক নজরে বর্তমান সরকারের সফলতা: ১) বঙ্গবন্ধুর খুনিদের বিচার। ২) সুষ্ঠ ও সফলভাবে বি, ডি, আর, বিদ্রোহের সমাধান। ৩) আইন শৃংখ্লার উন্নয়ন। ৪) মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি। ৫) যুদ্ধাপরাধীদের বিচার।

৬) সমুদ্র বিজয়। ৭) বিদ্যুৎ সমস্যার সমাধান। আসেন ভাইয়েরা উন্নয়নের জোয়ার ধরে রাখতে আমরা আবার আওয়ামীলিগকে ভোট দেই। কেননা আমাদের স্মৃতি শক্তি বড়ই দুর্বল। আমরা ভুলে গিয়েছি - ১) বি, ডি, আর, বিদ্রোহের কারণ।

এত এত গোয়েন্দা সংস্থা থাকতে কেন এত দেশের সম্পদ নষ্ট হলো। ২) শেয়ারবাজারে ডেকে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিঃস্ব করে দেয়া। ৩) বিদ্যুৎ ব্যবস্থার অবনমন। ৪) মানুষের জানমালের অনিরাপত্তা দিতে না পারা। উল্টো ক্ষতিগ্রস্থকেই অপদস্থ করা।

তাহলে মোটের উপর সফলতা কি কি ১) বঙ্গবন্ধুর খুনিদের বিচার। ২) যুদ্ধাপরাধীদের বিচার। ৩) সমুদ্র বিজয়। এখন আমরা এই সফলতা নিয়া ডুগডুগি বাজাই কেননা এগুলি দিয়ে আমাদের পেট ভরে গেছে আমাদের আর ক্ষিধা নাই। সামনে নির্বাচন আসুন আবার আওয়ামীলিগ কে ভোট দেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.