যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. কে বলেছে আমি তাকে ভালবাসি? আমি তাকে নিয়ে চিন্তা করি? সেদিন ভুল বশত হয়ত একবার চোখ তুলে তাকিয়েছিলাম অনেকক্ষণ! সময় যেন থমকে গিয়েছিল; রাস্তায় জ্যাম বেধে গিয়েছিল! পাখিদের কিচির মিচির শব্দ বেড়ে গিয়েছিল। দূর থেকে কোন এক বাচ্চা কেদে কেদে কি জানি চাইছিল তার মায়ের কাছে! এমনি এক বাজে সময়ে আমি কি জানি বলে উঠলো আমার অন্তর্যামী! এক নিমিষেই তাকে বলে ফেললাম ভালবাসি! সবাই এতে যেন হল খুব খুশি! কিন্তু কি কান্ড! এটা তো একটা খেলা চলছিল! হায়! এই ছিল মোর কপালে? কন্যা, তুমি বিশ্বাস করো, সেদিন তোমার ওই চোখেই লেখা ছিল হয়তো আমার নিয়তি এখন যে শুধুই তোমার কথা ভাবি! তোমাকে নিয়েই এখন আমার চিন্তা চেতনা ভেবো না যে তোমার প্রেমে পড়ে গিয়েছি! এটা হয়তো ক্ষনিকের একটু ভাল লাগা। যখন শুনলাম তুমি এখনো তোমার যোগ্য প্রেমিক পাও নি তখন অবাক হয়েছিল কিংবা নাও হয়তো! কিন্তু ভুল ভাঙ্গলো যখন দেখলাম তুমি প্রেমে পরেছো আর একজনের তাও আবার তোমার যোগ্য নয় এমন কারো ভাবতেই পারিনি তোমার এমন আদিখ্যেতা! নাহ! কি লিখছি এসব আমি তোমাকে নিয়ে কি আর হবে এখন এসব ভেবে? বিঃদ্রঃ একটি কবিতা লেখার জঘন্য রকম অপচেষ্টা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।