আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম কবিতার বই "অনন্তকালের দৃশ্য"-এর প্রকাশ প্রসঙ্গে

"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ। " (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) আমার প্রথম কবিতার বই “অনন্তকালের দৃশ্য” প্রকাশিত হতে যাচ্ছে আগামী ২৮ আষাঢ় ১৪১৯ (বাংলা)/১২ জুলাই ২০১২ (ইংরেজি) তারিখে। প্রকাশকঃ খড়িমাটি প্রকাশন। পরিবেশকঃ সংহতি প্রকাশন। বিনিময়মূল্যঃ ১০০ টাকা।

প্রাপ্তিস্থানঃ সংহতি বইঘর, কনকর্ড এম্পোরিয়াম, নিচতলা, কাঁটাবন, ঢাকা ১২০৫। সবকিছুর জন্যই মা ও বাবা’র প্রতি কৃতজ্ঞতা। প্রকাশের পুরোটা সময়জুড়ে সর্বপ্রকার সহযোগিতার জন্য রিপন ভাই, দীপক’দা, মুন’দা, আপলু ভাই, রায়হান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। প্রচ্ছদের জন্য আহসান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। আলোকচিত্রের জন্য হ্যাপি আপুর প্রতি কৃতজ্ঞতা।

সামহয়্যারইন ব্লগে বা ফেসবুকে আমার কবিতা যাঁরা পড়েন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমার জীবনের সাথে জড়িত প্রতিটি প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা। সকলের দোয়া/আশীর্বাদ/শুভকামনার প্রত্যাশায়...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।