আমাদের কথা খুঁজে নিন

   

চলনা,একটু কাঁদি….চলনা একটু কাঁদি….চলনা একটু কাঁদি ।।

অনেক কিছুতেই নাক গলাই যাহা না গলালেও পারি !! তোমায় যতটা জানি, তুমি জলে আগুন জ্বালো! বৃষ্টি খোঁজোনি তুমি, তাই বৃষ্টি তোমায় খোঁজে! প্রতিশোধ নেবে বলে, অভিমানে পুড়ছে নদী! চলনা,একটু কাঁদি….চলনা একটু কাঁদি….চলনা একটু কাঁদি ।। জলের ভাজে জ্বলছে আগুন, অন্য গ্রহে পালায় ফাগুন, অন্য কোথাও বইছে বাতাস। চলনা,একটু কাঁদি…চলনা একটু কাঁদি। তোমায় যতটা জানি, তুমি জলে আগুন জ্বালো! অন্ধ হয়েছ বলে কাব্যেরা বলেনি কথা! রুপকথা বলবে বলে, উৎসাহে ভাসছে নদী! চলনা,পালিয়ে বাঁচি…চলনা পালিয়ে বাঁচি…চলনা পালিয়ে বাঁচি ।। জলের ভাজে জ্বলছে আগুন, অন্য গ্রহে পালায় ফাগুন, অন্য কোথাও বইছে বাতাস। চলনা,পালিয়ে বাঁচি…চলনা পালিয়ে বাঁচি। শিরোনামঃ জলে আগুন কথা,সুর,কম্পজিশন,লিড ও রিদম গিটার:মুয়ীয মাহফুজ ভোকাল:প্রবর রিপন ডাউনলোড লিংক: http://www.mediafire.com/?nymj​z5jmgma

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।