লক্ষ্যহীন ব্যাক্তির অন্তহীন পথে ক্লান্তহীন হেঁটে চলা শখী , কখনও কি দেখেছো পূর্ণিমার চাঁদ ? দেখেছো নিশ্চয় , তবে দেখো নি সে চাঁদে আমার প্রতিচ্ছবি । তুমি কি কখনও ঝুম বৃষ্টি দেখেছো ? তুমি বলবে , "বৃষ্টি দেখতে যত ভাল লাগে , তারচেয়ে ভাল লাগে ভিজতে ।" তুমি বিরহে আমার এ মন বৃষ্টির মতই কাঁদে । কখনও কি ভেবেছো চাঁদ কেন মেঘের আড়াল হয় ? তোমার হাসি দেখে লজ্জা পাবে বলে মেঘ হয় তার শেষ আশ্রয় , সে হাসি এক পলক দেখার জন্য পাড়ি দিতে রাজি তেপান্তরের পথ । তবে কেন বুঝ না কতটা ভালবাসি তোমায় ? কেন তোমার এত অভিযোগ আমায় নিয়ে ? শুধু ভালবাসা দেখাতে পারি না বলে ? আসলেই কি ভালবাসা দেখানোর ব্যাপার ? যদি তুমি লোক দেখানো সস্তা ভালবাসা চাও , তবে সে ভালবাসা না দিতে পেরে আমি 'কাপুরুষ' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।