আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! ঘন্টা দুয়েক আগে শুনলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী এমসি কলেজ (মুরারী চাঁদ কলেজ, সিলেট) এ মারামারি হচ্ছে।
ছাত্রলীগ ও ছাত্রশিবির।
একটু পরে ছাদে উঠে দেখি দাউ দাউ করে এমসি কলেক হোষ্টেলে আগুন জ্বলছে। একটার পর একটা ফোন আসতেছে আমার কাছে-ভাই আপনাদের ক্যাম্পাসের কি খবর। আমাদের এমসি কলেজ তো শেষ !!
খবর নিয়ে দেখলাম সন্ধ্যা ৭টায় কলেজ হোস্টেলে শিবির-ছাত্রলীগের ২ কর্মির মধ্যে কথাকাটাকাটির জের ধরে এ ঘটনা শুরু হয়।
ঘন্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
বর্তমানে সংঘর্ষের পর শিবির হোস্টেলের বাইরে এবং ছাত্রলীগ নেতাকর্মিরা হোস্টেলের সামনে অবস্থান নিয়েছে।
সাংবাদিকতা করার খাতিরে আইন শৃঙ্খলা বাহিনির সাথেও যোগাযোগ আছে। একজন কে ফোন দিলাম। উনি বললেন- "আমি নিজেও এমসি কলেজের ষ্টুডেন্ট।
হোষ্টেলে আগুন লাগার কথা শুনে কি যে কষ্ট লাগছে বলে বুঝানো যাবে না। "
আমি আর বেচারার সাথে কথা বলার সাহস পেলাম না। আহা, পাহাড়ের বুকে কতো সুন্দর হোষ্টেলের রুমগুলো পুড়ছে !!
শতবছরের পুরনো কাঠ টিন মট মট করে জ্বলছে !!
আমার হলে ঢুকার সময় সম্ভাবনাময় ছোট ভাই জয়প্রকাশের সাথে দেখা। সত্যিকথা বলতে ওকে দেখলেই মনে হয়-ও বুঝি প্রশ্নবানে জর্জরিত করবে। আমার সাথে দেখা হলেই বলে উঠে-"ভাই চন্দন গাছ কিনলাম।
কিভাবে লাগাতে হবে?"
আম ওকে বললাম-এমসি কলেজের খবর জানো? হোষ্টেলগুলোতে আগুন জ্বলছে!!
"কি বলেন?"-আর থামাঠামি নাই, দৌড়....আমি ডাকলাম। কে শোনে কার কথা, মনে হল নিজের বাড়িতে আগুন লেগেছে। জয়ের কাছে এমসি কলেজের অনেক গল্প শুনেছি।
আর ভাল লাগছে না। স্টুডেন্ট পলিটিক্স কি দেশ গড়ার জন্য না দেশ পুড়ার জন্য??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।