মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে। মোবাইল ফোনের বাজারদর ক্রমপরিবর্তনশীল। কয়েকদিনের ভিতরই দাম অনেক বদলে যেতে দেখা যায়।
মোবাইল খুঁটিনাটিতে এখন পর্যন্ত বর্ণিত মোবাইলগুলোর এই মাসের বাজারদর দেয়া হল। বাজার ঘুরে দেখা গেল কয়েকটি নির্দিষ্ট সেট বাদে অধিকাংশ সেটের দামই কমেছে। দেখে নিন জুলাই মাসের মোবাইলের বাজারদর। এই ১ম পর্বে থাকছে নোকিয়া ব্র্যান্ডের সেটগুলোর বাজারদর।
১. নোকিয়া আশা ২০০ - ৭৩০০ টাকা।
২. নোকিয়া ৮০৮ - ৫৯,০০০ টাকা।
৩. নোকিয়া ৫০০ - ১৮,৫০০ টাকা।
৪. নোকিয়া লুমিয়া ৮০০ - ৩৪,০০০ টাকা।
৫. নোকিয়া সি৫-০৩ - ১৭,০০০ টাকা।
৬. নোকিয়া আশা ৩০৩ - ১৪,০০০ টাকা।
৭. নোকিয়া আশা ৩০২ - ১০,৭০০ টাকা।
৮. নোকিয়া সি২-০৫ - ৫৭৫০ টাকা।
৯. নোকিয়া ১১০ - ৩৭০০ টাকা।
১০. নোকিয়া লুমিয়া ৯০০ - ৫৭,৫০০ টাকা।
১১. নোকিয়া এক্স২-০২ - ৬৮০০ টাকা।
আশাকরি পরবর্তী পর্বগুলোতে পাবেন অন্যান্য ব্র্যান্ডের বাজারদরের আপডেট। দোকান ও স্থানভেদে দাম পরিবর্তনশীল। এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।