------ কিছুদিন আগে আমার বন্ধু সুমনের ছোটভাই “রাসেল” সড়ক দুর্ঘটনায় মারা যায়, সেলফোনে খবরটা পাই তারপর টিভি চ্যানেলে দেখি। রাসেল এবছরই ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে বিসিএস এ কেয়ালিফাই করে সরকারী হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগদান করে। ফজলে রাববী হলের সেই হাসিখুশি মাখা রাসেল যখন চলে গেল খবরটা শুনে আমি বিশ্বাস করতে পারিনি।
এরকম বিশ্বাস না করতে পারা খবর আমাদের প্রতিদিন শুনতে হয়।
বেশকিছুদিন হলো একটা ব্লগে সড়ক দুর্ঘটনা নিয়ে লেখা একটা ব্লগ পড়ে (Click This Link) পরিসংখ্যান দেখে আমি আতকে উঠেছিলাম….তারপরও আমরা বসে আছি কেন? আমরা সড়ক দুর্ঘটনা রোধে করনীয় বিষয়গুলো অনুধাবন করে কাজ করছিনা কেন?
আর সময় কোথায়, এতো প্রান ঝরে যাচ্ছে।
আসুন সবাই মিলে কিছু একটা করি।
আর স্যারকে অনেক ধন্যবাদ সময়োপযোগী এই লেখার জন্য…। "ঘুরে দাঁড়ানোর সময়"
http://www.bodlejaobodledao.com/archives/5572
নিরাপদ সড়ক চাই, এ নিয়ে আমরা অনেকবার মানব বন্ধন করেছি। দেশবাসী ও সরকারেকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। যারা কোনো রকম পরীক্ষা ছাড়াই ২৪ হাজার ড্রাইভিং লাইসেন্স চেয়েছে, সেটা যেন না হয়।
আমরা তাহলে আরো ভয়াবহতার দিকে এগিয়ে যাব।
আর এইসব মৃত্যু দেখতে চাইনা….প্রতিদিনই চলতে গিয়ে দেখি ড্রাইভাররা বেপরোয়া হয়ে গাড়ি চালায়…সেখানে আমাদের পথচারী কিংবা যাত্রীদের কিইবা করার থাকে…আমরা গোটা পরিবহন সেক্টরের কাছে এক দৃশ্যমান সূঁতোয় বন্ধী। এই বন্ধীদশার অবসান ঘটানো জরূরী।
খবরের কাগজ, টিভি স্ক্রিনে, ব্লগে, টকশো, বিভিন্ন ফোরামে অনেক আশার কথা শুনি…কিন্তু বাস্তবে এর কোন প্রতিফলন দেখছিনা…সড়ক দুর্ঘটনা অবশ্যই বন্ধ করতে পারব। তবে এর জন্য সরকারকে আগে সচেতন হতে হবে।
সরকার অসচেতন হলে দেশের মানুষ তো হবে ই…তারপর কান টানলে মাথা আসবেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।