আমাদের কথা খুঁজে নিন

   

রিলেশনশিপ ইউজার ম্যানুয়াল (শুধুমাত্র ছেলেদের জন্য)

যাহা পড়িবেন , নিজ দায়িত্বে পড়িবেন , আপনার মন খারাপ বা ভাল খারাপ হবার জন্য লেখক কোন অবস্থাতেই দায়ী নয়। জনৈক বন্ধু সেদিন বলল, “দাদা তুমি তো মানুষের মনোতত্ত্ব নিয়ে গবেষণা কর , আমার একটা উপকার করে দাও না। ” “কী” প্রশ্ন করতেই বলল, “আমার উনিকে নিয়ে সমস্যায় আছি। আজ এই সমস্যা তো কাল ঐ। আর পারছি না গুরু।

কী করলে সবসময় ঝামেলা এড়িয়ে চলতে পারব তা বলে দাও না । ” করুন অবস্থা দেখে তাকে কিছু গুরুগম্ভীর উপদেশ দিলাম। এরই ব্লগীয় সংস্করন হল “ রিলেশনশিপ ইউজার ম্যানুয়াল ” ১. গার্লফ্রেন্ড ইজ অলওয়েজ রাইট : তিনি যা বলবেন তার সবই সত্যি বলে মেনে নিবেন। কোন কথার প্রতিবাদ করবেন না। করেছেন কী যন্ত্রনা শুরু কারন তর্কযুদ্ধে তাদের হারানো আপনার কর্ম নয় আর চেষ্টাও করতে যাবেন না ।

সো চয়েজ ইজ ইউরস , কারন বটি দিয়ে মাথা কাটেন আর মাথা বটিতে দেন - একই কথা । ২. বি পারফেক্টলি হ্যান্ডসাম : অযথা মুখে দাড়ি গোফ নিয়ে চলবেন না। সব সময় ক্লীন শেভড থাকবেন। কথা বলার সময় তোতলানো বা হাপানো থেকে দূরে থাকুন। সব সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন , কখনো দেহের দিকে তাকিয়ে কথা বলবেন না।

পাশাপাশি হাটুন আর অবশ্যই সব ক্ষেত্রে সুন্দর ও সুপুরুষ হিসেবে নিজেকে উপস্থাপন করুন। অগোছালো , ভন্ড আর মিথ্যাবাদীদের তারা নগদে ও প্রকাশ্যে অপমান করতে পছন্দ করেন। ৩. প্রশংসা করুন তবে বাহুল্য নয় : সে যা করবে তার প্রশংসা করতে ভুলবেন না। তার সকল কাজেরই সুন্দর ও প্রশংসা সূচক মন্তব্য করুন। কখনো ভুলেও বলবেন না এটা ভুল হয়েছে।

তবে অবশ্যই কথায় বাহুল্য দোষ যাতে না থাকে। থাকলে কিন্তু কপালে দু:খ আছে। তার কাজ , মেধা , শখ , প্যাশন , ভাললাগা এসবের প্রশংসা যদি আপনি সব সময় করতে পারেন তো জেনে নিন আপনার রিলেশন ফেবিকলড কন্ডিশনে আছে । ৪. দৃষ্টি তার দিকেই রাখুন: তাকে নিয়ে চলার সময় শুধু তার দিকেই নজরদিন । ফোন , ফেসবুক , এস এম এস , বন্ধুদের সাথে কথা এসব পরিহার করে চলুন।

ভুলেও অন্য মেয়ের দিকে তাকাবেন না আর অন্য মেয়ের প্রশংসা তো আপনার তিনির সামনে কখনো স্বপ্নেও করবেন না। করেছেন তো জেনে নিন আপনার রিলেশন ফেবিকলড কন্ডিশন থেকে ময়দা গোলা আঠা তে কনভার্ট হয়ে গেছে। ৫. জেগে থাকুন , কান ও মুখ সজাগ রাখুন : সে যা বলবে মনোযোগ দিয়ে শুনবেন , গঠন মুলক ভাল মন্তব্য করবেন। ক্লান্ত হয়ে গেলেও বলবেন না, “আজ থাক। ” সে যদি বুঝতে পারে যে আপনি তার দিকে মনোযোগ দিচ্ছেন না তো আপনার হয়ে গেল।

লিখে নিন এর পর থেকে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস “সিঙ্গেল”। সত্যি বলতে উপরের কথা গুলো বন্ধুকে নিছক সান্তনা দেবার জন্য বলা। যদি সত্যিই কাউকে ভালবাসেন তো তার মন কীভাবে জয় করতে হয় তা আপনি আশা করি আমার চেয়ে শত গুন ভাল জানেন। প্রিয়জনকে কখনো নিজের থেকে দূরে যেতে দিবেন না। যদি আপনার কারনে তা হয় তবে এর চেয়ে বড় ব্যর্থতা আর আপনার জীবনে দ্বিতীয়টি থাকবে না।

টিপস গুলো আপনাদের কারোর মনের সাথে মিলে গেলে কাকতাল ধরে নিবেন , শুভকামনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।