ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ ।। সলিল চৌধুরীর অপ্রচলিত গণসংগীত - চেতনার গান - সঙস অফ কনশাসনেস ১৯৪৪-১৯৫১ সময়কালে সলিল চৌধুরী রচিত (কবি সুভাষ মুখোপাধ্যায়ের 'অগ্নিকোণের তল্লাট জুড়ে' ব্যাতিত) ও সুরারোপিত এবং সেসময়কালে নিষিদ্ধ ঘোষিত, এই গণসংগীতগুলো অতি সম্প্রতি খুঁজে পাওয়া গেছে। দীর্ঘকাল জুড়ে বিলুপ্ত হিসাবে ধরে নেয়া এই গানগুলো এখন সলিল চৌধুরীর রেয়ার ও অপ্রচলিত গণসংগীত হিসাবে পরিগণিত। কোয়ালিটি - ৩২০ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ - ৬৪ মেগাবাইটস ডাউনলোড - সলিল চৌধুরীর অপ্রচলিত গণসংগীত - চেতনার গান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।