আমাদের কথা খুঁজে নিন

   

ব্রহ্মপুত্র নদে সলিল সমাধি



কুড়িগ্রামের চিলমারীতে নৌকা ডুবে ২জনের সলিল সমাধি কুড়িগ্রাম চিলমারীতে ব্র‏হ্মপুত্রে নৌকা ডুবির ঘটনায় নৌকার মাঝিসহ দুই জনের সলিল সমাধি হয়েছে। নিখোজ রয়েছে আরও দুই জন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, কুড়িগ্রামর জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল বাজার ঘাট থেকে ১৫/১৬ জন মহিলা পুরুষ বলরাম দাস-এর ইঞ্জিন চালিত শ্যালোর ছোট নৌকা নিয়ে পৈত্রিক সম্পত্তি দেখার ও মাপযোগ করার জন্য জমি মাপা সার্ভেয়ারকে সংগে নিয়ে শনিবার সকাল ১০টার দিকে নাউয়ার চর উদ্যেশে রওনা দেন। উক্ত নাউয়ার চর পৌছাবার আগে মাঝ নদীতে বাতাসের ধাক্কায় নৌকার পাটাতন ফেটে যাওয়ায় প্রচন্ড বেগে পানি উঠতে থাকে।

অল্প কিছুনের মধ্যে নৌকাটি ব্রহ্মপুত্র নদে তলিয়ে যায়। এতে অনেকেই জীবন বাজি রেখে সাতার কেটে কিনারায় পৌছে। কিন্তু রানীগঞ্জ এলাকার নৌকার মাঝি বলরাম দাস (৪৫), মোকলেছুর মাস্টার (৪০), রাজারহাট এলাকার জামেনা (৬০), মতিয়ার রহমান (৪৫) নিখোজ ডুবে যায়। পরে স্থানীয় জনগন অনেক খোজাখুজির করার পর বলরাম দাস ও জামেনা বেগমের লাশ খুজে পায়। কিন্তু এ রির্পোট লেখা পর্যন্ত মোকলেছুর মাস্টার ও মতিয়ার রহমান নিখোজ রয়েছে।

তারা জীবিত আছেন কিনা তা এ পর্যন্ত খোজ পাওয়া যায়নি। বলরাম দাস ও জামেনা বেগমের লাশ রানীগঞ্জ ঘাটে পৌছা মাত্রই স্বজনের কান্নায় ভারী হয়ে উঠে আকাশ বাতাস। এ দিকে লাশ দুটি একনজর দেখার জন্য রানীগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। খবর পাওয়ার পর উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হক ঘটনাস্থল পরির্দশন করেন এবং শোকাহত পরিবারকে সান্তনা দেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.