আমাদের কথা খুঁজে নিন

   

ড্রেসকোড, হিজাব ও ফেবু পীরদের অকারনে চুলকানী এবং এই অধমের দুইটি কথা..

জয় হোক নতুন প্রজন্মের, জয় বাংলা.......... বেশ কয়েকদিন ধরেই ভাবছি ফেবুতে আসিফ মহিউদ্দিনের শূণ্যস্থান কে পূলন করবে। ইসলাম নিয়ে কার চুলকানী কন্টিনিউ থাকবে?? অবশেষে ফেবুতে একজনকে পেলাম যিনি সামুর ব্লগারও। আসিফ মহিউদ্দিনের মতো উনিও হিট হচ্ছেন ইসলামকে ব্যঙ্গ করে। বিশ্বাস না হলে ফেবুতে উনার ইসলামকে ব্যঙ্গ করা স্ট্যাটাসগুলো দেখবেন। আসিফের মতো উনারও বেশকিছু মুরিদ আছে।

যারা পীরের পিছনে সবসময় হুক্কাহুয়া করতে থাকে। অবশ্য উনারও নাস্তিকতা আসিফের মতো ইসলামের মধ্যেই সীমাবদ্ধ। বিভিন্ন ওয়েবসাইট থেকে ছবি সংগ্রহ করে ক্যাপশন লাগিযে সস্তা লাইক পেয়ে নিজেকে মুই কি হনুরে ভাবতে হয়তো আলাদা মজা আছে। এই প্রখ্যাত মনিষীর একটি কালজয়ী স্ট্যাটাস আমার নজরে পড়লো। হিজাব নিয়ে উনার জ্ঞান যে ঠনঠনে সেটা এভাবে উনি প্রকাশ না করলেও পারতেন।

উনার স্ট্যাটাসের সারমর্ম হল হিজাব একটি ফালতু পোষাক, এ পোষাকে রোগীর সেবা দেওয়া সম্ভব না। রোগীর উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। উনার মুরিদরা আবার উনার চেয়ে এক কাঠি বেশি সরস। উনারা এই আন্দোলনে জামাতের সংশ্লিষ্টতাও খুজে পেয়েছেন। ওই মেয়েগুলার ভাগ্য ভালো ওরা ব্লগার না, নাহলে এতক্ষনে ছাগু ট্যাগ পেয়ে যেত।

উনি আরেকটি ভূল তথ্য দিয়েছেন যেটা হল হিজাব পড়লে নাকি চোখে কম দেখা যায়। যাক নিচে সে বিষয়ে বলবো। এবার আমার কয়েকটি প্রশ্ন - ১. বাংলাদেশে প্রতিদিন ভূল চিকিৎসা দিয়ে রোগী মেরে ফেলা ডাক্তারদের কয়জন হিজাব পরে?? ২. মাদার টেরেসা কিভাবে একি ধরনের পোষাক পরে বছরের পর বছর সেবা দিলেন?? ৩. ফ্লোরেন্স নাইটিংগেল কেন আপাদমস্তক ঢাকা পোষাক পরতেন?? ৪. অপারেশন থিয়েটার আপাদমস্তক ঢেকে থাকা ডাক্তারের সাথে হিজাবের পার্থক্য কতটুকু?? ৫. এবারে স্বাধীনতাপদক পাওয়া মুক্তিযোদ্ধা ড: সৈয়দা বদরুন নাহার হিজাব পরে এতবছর কিভাবে সেবা দিয়েছেন?? ৬. হিজাব মানে সারা শরীরের কোন অংশ দেখা যাবেনা এমন কথা কোথাও উল্লেখ আছে?? মুখমন্ডল ও হাত উন্মুক্ত রাখা যায় আমি জানি। ৭. বিশ্ববিদ্যালয়গুলোতে ড্রেসকোড থাকলেও কয়টি বিশ্ববিদ্যালয়ে ড্রেসকোড ফলো করা হচ্ছে?? মেয়েদের উন্মুক্ত পা, টাইট ড্রেসের দিকে লালায়িত দৃষ্টিতে তাকানোর সময় ড্রেসকোডের কথা মনে থাকে না?? এখন কেউ হিজাব পরলেই ড্রেসকোডের নুনুভূতি চেগাইয়া উঠে কেন?? কেউ আমাকে নাস্তিকিয় জোশে গাইল পাড়ার আগে জেনে নিন হিজাব কি। ছবি আপলোড করতে পারছি না তাই কিছু কপি-পেস্ট করলাম - The Arabic word hijab holds a variety of similar meanings: cover, conceal, hide, screen, and shelter. Among Muslims, hijab commonly refers to a woman’s headscarf. In broader terms, hijab refers to her full modest dress. এই ছবিটি দেখুন হিজাব সম্পর্কে ভুল ধারনা কমবে বিভিন্ন ফেসবুক পীর ও ভন্ড নাস্তিকদের আলুচনা দেখে যা বুঝলাম হিজাব বিরোধীতার কোন যৌক্তিক কারন নেই।

শুধুই ইসলামিক পোষাক এজন্যই এটার বিরোধীতা। যারা ধর্ম নিরপেক্ষতার জন্য জান প্রান দিয়ে দিচ্ছেন তাদের বলছি ধর্মীয় পোষাক ব্যবহারে যদি বাধ্য না করা যায় তাহলে কোন যুক্তিতে সেই পোষাক ব্যবহার নিষিদ্ধ হবে?? ধর্ম পালনে বাধা প্রদান কোন ধরনের নিরপেক্ষতার উদাহরন?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।