আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যাংককে তোয়াক্কা করি না- সাজেদা

পদ্মা সেতুর অর্থায়নের ব্যাপারে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন বিংশ্বব্যাংককে আমরা তোয়াক্তা করি না। তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়াই পদ্মা সেতু নির্মান করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন গেটে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। এসময় ছাত্রলীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করেন তিনি। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, আমরা নিজেরা যে উৎপাদন করবো তার এক অংশ দিয়ে ফান্ড গঠন করে বিশ্বব্যাংকের সাহায্য ছাড়াই পদ্মাসেতু নির্মাণ করবো। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয় সেভাই আমাদের নির্বাচন হবে। ইলেকশন কমিশনের মাধ্যমেই আমাদের নির্বাচন সম্পন্ন হবে।’ অনুষ্ঠান শেষে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সৈয়দা সাজেদা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহাম্মদের হাতে শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।