আমাদের কথা খুঁজে নিন

   

উফফফ!!!! বিরক্তিকর... সমস্যার সমাধান চাই।

এই মুহুর্তে মাথায় কিছুই আসছে না.... সামুর নতুন ভার্সনটা মনে হয় নতুন গা জালাপরার যন্ত্র। "কিছু নির্বাচিত পোস্ট" এইটা দিয়েই আধা পেজ ভইরা যায় লেখক কোনো পোস্ট দিয়া মজা পায় না ১-২ মিনিটেই ২/৩ নং পেজে পোস্ট চলে যায়। পুরাই ফাউল.. "কিছু নির্বাচিত পোস্ট" এইটা হাইড করে রাখা হউক!!! আপনারা কি বলেন??? আরো অনেক সমস্যা আছে। মনে অইতাচে না..। আপনারা কিছু সমস্যার কথা দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।