আমাদের কথা খুঁজে নিন

   

এতোকিছু একসাথে!!! কিভাবে??? উফফফ...



ক্লাস করা তো বলতে গেলে বাদ-ই দিয়েছি... এই পুরো মাসে একবার ও কলেজে যাইনি!!! কি হবে কলেজে গিয়ে??? পড়াশোনা তো কিছুই হয় না... তারচেয়ে বাসায় পড়ে-পড়ে ঘুমাই... বলেন, খুব ভালো কায করি না??? হি হি হি!!! জানি... পরীক্ষায় যে ডাব্বা মারব, তাতে তো কোনোই সন্দেহ নাই... তাও পড়ি না ঠিক মত... আমার ভবিষ্যত অন্ধকার... কোনোরকম আশার আলোই দেখা যাচ্ছে না... বাবা বলছেন, বিয়ে দিয়ে দিবেন... কিন্তু... বিয়ে তো আমি এত্তো সহযে করব না... বিয়ে করলাম, তো জীবন শেষ!!! কোনো মানে হয়??? তাও মানুষ বিয়ে করে... ওই কথায় আছে না... সুখে থাকলে ভূতে কিলায়... মানুষের অবস্থা হল সেরকম... বিয়ে করে যখন বুঝে যে এক-মুখি চলাচল রাস্তায় প্রবেশ করেছে and theres no escape from it!!! তখন তাদের আক্কেল হয়... বলে না, বিয়ের পরে mature হয়ে গেছে... আসলে ঠেলায় পড়লে ছাগল-ও mature হয়ে যায়... বেপার না... আমার best-friend এর বড় বোন ৬ বছর প্রেম করে বিয়ে করল... ঝগড়া-ঝাটি তো ডাল-ভাত... এই কাহিনীর মজা হল যে, আমার friend-এর বোন ঝগড়া করে অন্য রুমে গিয়ে বসে থাকে... যেহেতু আপু অন্য রুমে গিয়ে বসে থাকে, দুলাভাই করেছেন কি, সেই রুমের fan খুলে নিয়ে চলে এসেছেন... এই কাহিনী শুনে দুঃখ করা তো দূরেই থাক... আমি হাসতে-হাসতে গড়াগড়ি...... জানি না, এই কাহিনীটা অন্য কারো কাছে এতটা হাস্যকর লাগবে কিনা যতটা আমার লেগেছে... কিন্তু আমার sence of humor আবার খুব আজব! একবার আমার best-friend কে ওর ভাই ঝাড়ু দিয়ে পিটিয়েছে... এই কথা বলে ও খুব দুঃখ করছিল... আমি এই কথা শুনেই অট্টহাস্যে ফেটে পড়লাম... আমার মনে পড়ে গেল মিনা cartoon এ মিনার ভাই রাজুর কথা... রাজুকে যখন উঠান ঝাড়ু দিতে বলা হয়েছিল, সে ঝাড়ু নিয়ে সেটাকে তলোয়াড় এর মত ঘুড়াতে-ঘুড়াতে একটা dialogue দিয়েছিল... "জাড়ু... জাড়ু..... জাড়ু........."!!! আমি তখন আমার friend কে সেই dialogue টা শোনালাম... দেখেন দেখি... কথা কোথা থেকে কোথায় নিয়ে গেছি... থাক... এখন শেষ করি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।