ক্ষুধা, দারিদ্রতা ও খাদ্য ঘাটতি একটি বিশ্বব্যপী সার্বজনীন সমস্যা যা প্রতি বছর ১ কোটি ৫০ লক্ষ্যরও বেশি শিশুর মৃত্যুর কারন। বিশ্ব খাদ্য ঘাটতির এই সমস্যা মোকাবেলায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও উচ্চফলনশীল বীজের ব্যবহার অনস্বীকারর্য। কিন্তু উন্নয়নশীল দেশের এর প্রচলনের প্রধান বাধা কৃষকের উপযুক্ত জ্ঞানের অভাব।
অন্নপূর্ণা একটি জি, আই, এস ভিত্তিক সফটয়্যার। এটি মোবাইল ফোনের সাহায্যে কৃষককে জমির উপযুক্ততা অনুযায়ী আধুনিক ও উচ্চফলনশীল প্রজাতির বীজ ও সার সুপারিশ করতে সক্ষম।
এই সফটয়্যারটি একটি নিজস্ব ভৌগলিক মানচিত্র সেবার সাহায্যে খরা, লবনাক্ততা ও বন্যা কবলিত ভূমি নির্নয় করে সহনশীল জাতের বীজ চাষাবাদের পরামর্শ দিয়ে থাকে। বিশ্বব্যপী রাসায়নিক সারের অপব্যবহার ও ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সমাধানে এই সফটয়্যারটি কৃষকের বীজ ও মাটির উপযুক্ততা অনুযায়ী সঠিক পরিমান সার ব্যবহারের সুপারিশ করে থাকে যা মাটির গুনাগুণ সংরক্ষন ও শষ্যের ফলন বৃদ্ধিতে অপরিহার্য।
অন্নপূর্ণা সফটয়্যারটির মাধ্যমে মোবাইল ফোনের সাহায্যে একজন কৃষক অতি সহজেই পোকা ও রোগ ব্যবস্থাপনাসহ উন্নত জাতের বীজ চাষাবাদের বিবিধ কার্যপ্রণালীর তথ্য সেবা পেতে পারে।
এই সফটওয়্যারটির পেছনে আছেন এ্যমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্টপতি স্বর্ণপদক প্রাপ্ত কৃতি ছাত্র এবং বর্তমান শিক্ষক খালিদ মাহামুদ যিনি বর্তমাণে বুয়েটের স্নাকোত্তর শ্রেনীতে পড়াশুনা করছেন। তাঁর সাথে আরো আছেন এ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির(AIUB) ছাত্র আইম্যান,জুনাইদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মেহেনাজ চৌধুরী।
এছাড়া দলের মেন্টোর বা কোচের দ্বায়িত্ত্বে আছেন ইমরোজ মোরসালিন।
মাইক্রোসফট ইমাজিন কাপ বিশ্বের তরুণ সফটওয়্যার ডেভোলাপার , ডিজাইনার দের স্বপ্নের এক নাম। এর শুরু ২০০২ সালের দিকে। তখন থেকেই ইমাজিন কাপের মাধ্যমে বেরিয়ে আসেছে মানব সম্পদ উন্নয়ন এবং মিলিনিয়াম ডেভোলাপমেন্ট গোল পূরণে সহায়ক অসংখ্য এ্যপ্লিকেশন।
জাতীয় চ্যাম্পিয়ান হয়েছে এবং সেই সাথে পেয়েছে সিডনিতে ইমাজিন কাপের মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনন্য কৃতিত্ত্ব।
এই লিখা লিখার সময় পর্যন্ত বাংলাদেশের অবস্থান বিশ্বের একশোরও অধিক প্রজেক্টের মধ্যে চতুর্থ।
সারা বিশ্ব আমাদের ক্ষুধা, মঙ্গা, ক্ষরা, দারিদ্র্য পীড়িত দেশ হিসেবেই চেনে। আমরা দেখিয়ে দিতে চাই; আজ অন্নপুর্ণার অনবদ্য কৃতিত্ত্ব বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ কে অনেক অনেক উজ্জ্বল করলো। এই সফটওয়্যারটির বাস্তবিক প্রয়োগ কৃষি বিপ্লবকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
এখন এই সফটওয়্যার টিকে এগিয়ে নিয়ে যাবার দ্বায়িত্ত্ব আপনাদের হাতে।
বাংলাদেশকে চ্যম্পিয়ান করতে সবাইকে ভোট দিতে অহ্বাবন জানাচ্ছি।
ভোট দেবার জন্য নিন্মোক্ত লিঙ্কে যান।
Click This Link
জুলাই ৯ তারিখ রাত্রি পর্যন্ত আপনারা প্রতি ৩০ মিনিট পর পর একটি করে ভোট দিতে পারবেন। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য এই ইউটিউব লিঙ্ক।
http://www.youtube.com/user/annapurnaforall
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।