আমাদের কথা খুঁজে নিন

   

জয়া আহসান, জন্মদিনের শুভেচ্ছা : শরীর যার যার, রাষ্ট্র সবার।

সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয়। জয়াকে ভার্চুয়ালি ভালোই লাগে। কমলা-আপেল সবারই ভালো লাগার কথা, আমারও ঠিক তা-ই। বাস্তবে যতোবার দেখেছি, দুর্দান্ত, ভার্চুয়াল জয়ার সাথে ১০০% মিল। আমাদের রেস্টুরেন্টে একদিন ক্লোজিং টাইমে (রাত ১১) জয়ার তাৎকালীন জামাই ফায়সাল, ক্রিকেটার গোল্লা, ওয়েস্টার্ন গ্রিলের মালিক এবং একটি টিভি চ্যানেলের এমডি এসেছিলো।

রাত প্রায় ২টার মতো এক সাথে আড্ডা হয়েছে। খুব ভাল্লাগছে ফায়সালকে। জামাই-বউ ২টারেই কাছাকাছি মাপার পর, বেশ লাগলো। মনে হলো, উহারা বেশ শান্তিতে বসবাস করিতেছেন। হঠাৎ একদিন শুনলাম তাদের পাটিশন হয়ে গেছে।

অবাক লাগলো, তারপরও মাইনা নিলাম। জানি, মানুষ সব সময় ভুল করে না, সময়ও কখনো কখনো ভুল করে বসে। একদিন রাত ১টার দিকে চানখারপুলে চা খাইতে খাইতে আড্ডা দিতাছিলাম, দেখলাম ফায়সাল একটা নয়া মাইয়া লিয়া গাড়ী হাকাইয়া যাইতাছে, সো ক্লোজ...। জয়া বেশ বেপরোয়া ও মুক্ত ভাব নিয়া কলকাতা মাড়াইয়া আসলো। এখন শুনি বাজারি বাংলা সিনেমার প্রতিও নাকি তার আগ্রহ অনেক।

এইটা নিয়া বেশ লেখালেখিও হইছে, হইতাছে...। :: ভাত পচে গেলে পিয়াজমরিচ দিয়া ভাইজা খাওন যায়, বিরানি পচলে খাওন যায় না...। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.