আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ-পিরানহা 3DD ' 2012 (পুরাই গাঞ্জা খাইয়া বানাইসে হালারা)

বলি বলি করে মোর, বলা হোল না...হৃদয়ের দরজাটা খোলা হলনা এইতো মাত্র ২ দিন আগে মুভি টা দেখলাম...একটা কথাই বলতে হয়, আগের "পিরানহা" মুভি টাই ভাল ছিল এইটার থেকে...এই মুভি তে জাস্ট সেক্স এবং ভায়লেন্স ছাড়া আর কিছু নাই...পুরাতাই ১৮+ মুভি...মুভি তে দেখানো হয় যে একটা নতুন সুইমিং পুল এর ওপেনিং ডে তে ঘটে যাওয়া পিরানহা মৎস্যএর নির্মমতা...ঐ পুল এর পানি নিস্কাশন লাইন দিয়া পিরানহা ধুইকা যায় পুল এ...তবে নায়িকা কেট বউডেন আগেই টের পায় এই ব্যাপার টা। সে পুল মালিক কে সতর্কও করে কিন্তু সে কথা শুনেনা। দেন আর কি, পিরানহার কামরা কামড়ি চলতে থাকে। এই মুভি তে আরেকটা অদ্ভুত ব্যাপার দেখানো হয়, যে একটা মেয়ের যৌনাঙ্গ দিয়ে পিরানহা ঢুকে যায়, তবুও সে বুঝতে পারেনা...বুঝতে পারে আরেকটা ছেলের সাথে ইন্টারকোর্সে...অদ্ভুত ভাবেই, পিরানহা ছেলেটার পুরুষাঙ্গ টা কামরে ধরে মেয়েটার সাথে ইন্টারকোর্সের সময়...শেষে আরেকটা গাঁজাখুরি ব্যাপার দেখানো হয় যে পিরানহা মাছ লাফ দিয়ে কামড়ে একটি বাচ্চা ছেলের পুরো মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে...জাস্ট ভোগাস একটা মুভি......আমার সাজেশন হইল......যাদের নিতান্তই কোন কাজ-কাম নাই অথবা দেখার মত অন্য কোনমুভি নাই...তারা আমার মত কাম কাজ না থাকা অবস্থায় এই মুভি দেখতে পারেন...আর যারা সেক্স-ভায়লেন্স পছন্দ করেন, তারাও দেইখেন...ভালা না লাগলে পরে কিন্তু আমার দোষ নাই  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.