আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডেতেও অ্যাশেজের উত্তাপ

একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন ওয়ানডে সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডের দুর্বল জায়গাটা খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া। একমাত্র টি-টোয়েন্টির পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা ইংল্যান্ড খেলতে চাইছে পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে। পাঁচ বোলার নিয়ে খেললে স্বভাবতই একজন কম ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে হবে ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়রা তাই ভাবছে, শুরুতেই কিছু উইকেট পেয়ে গেলে চাপে ফেলা যাবে ইংল্যান্ডের মিডলঅর্ডারকে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে আজই, লর্ডসে।

অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক শেন ওয়াটসন মানছেন জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসনান, স্টিভেন ফিন ও গ্রায়েম সোয়ান সমন্বিত ইংল্যান্ডের বোলিং আক্রমণটা দারুণ শক্তিশালী। তবে এটাই আবার ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা কমিয়ে দেবে বলে মনে করেন ওয়াটসন। তাঁর মতে কুক, বেল ও ট্রটের পর আর নির্ভরযোগ্য ব্যাটসম্যান নেই। তাদের আউট করতে পারলেই বিপদে পড়ে যাবে ইংল্যান্ড! সামনের বছরই অ্যাশেজ খেলতে আবার ইংল্যান্ডে আসছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ পুনরুদ্ধারের মিশনে নামার আগে এই ওয়ানডে সিরিজটা অভিজ্ঞতা অর্জনের ভালো সুযোগ অস্ট্রেলীয়দের জন্য।

বিশেষ করে জেমস প্যাটিনসন ও প্যাট কামিন্সের মতো তরুণদের জন্য। অভিজ্ঞ ব্রেট লির সঙ্গে মিলে ওয়ানডে সিরিজে ইংলিশ ব্যাটসম্যানদের কতটা বিপদে ফেলতে পারেন এখন সেটাই দেখার। এএফপি। ভিজিট করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।