আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার নাম করে

ডাক্তার নামের একটি প্রানী হওয়ার চেষ্টায় আছি। একটা কবিতা লিখব বলে বসেছি, শুভ্র কাগজ,নিবের কলম,ছড়ানো বিছানা আর তোমার স্মৃতি কবিতার প্রথম লাইন দিলাম ভালোবাসি একটানে আবার কেটে দিলাম হবে না,চাই আরও দূর্বোধ্য কিছু আরও জটিল,আরও রুক্ষ। আবার লিখলাম। ভালোবাসি। ।

। হচ্ছে না। কেটে দিলাম। এক গ্লাস পানি খাওয়া দরকার, এগুলো কি লিখছি ছাতা মাথা লিখতে হবে এমন কিছু, পাঠকের মস্তিষ্কে আঘাত করবে, হৃদয়ে উঠবে আলোড়ন,চোখে পানি তাহলেই না হবে কবিতা। ।

। একবার নির্মলেন্দু বা হেলাল হাফিজ পড়ে নেব নাকি আমি তো আবার এদের দ্বারা মোটিভেটেট, কেমন কবি হচ্ছি দেখছ তো,হাহ নাহ দোমড়ানো কাগজের স্তুপ বড়ই হচ্ছে। । । একটা নদী দেব বলেছিলাম, তুমি তো হেসেই খুন বললে বোকারাম,নদী দেবে কিভাবে, আমি বললাম,আহা শুনেই দেখ না।

শুনতে পাচ্ছো কুলকুল ধ্বনি, আহ কি শান্ত কি নিবিড়, ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে তোমার বুকে, তুমি হাসলে,বললে কি যে বল না। কবি হয়ে যাবে নাকি। লিখব? সেই থেকে শুরু। । ।

তারপর কতদিন গেল,কত রাত পার হলো কত কাগজ মুড়ালাম,কিন্তু তোমার জন্য একটা কবিতা লেখা হলো না। তুমিও নেই অনেকদিন আমার পাশে, তাগাদা দেওয়ার ও কেউ নেই কেউ বলে না,কি কবি হলো কিছু? তবু চেষ্টা করে যাচ্ছি বুঝলে। কবিতার নাম করে,বুকের জমানো কষ্টের কথা বলার সহজ রাস্তা কি আর আছে? । । অনেক রাত হলো, কয়েকটি লাইন লেখা হয়েছে।

ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি/// ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।