আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে এক বছর পূর্তি- কিছু কথন ও আমার প্রিয় ব্লগার রা ( উৎসর্গ - প্রয়াত ব্লগার নোবেলজয়ী টিপু )

বাংলা ব্লগের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাংলা ব্লগকে বাঁচাতেই আমার আবির্ভাব! এই পোষ্ট টা উৎসর্গ করলাম অকালে ঝরে যাওয়া ফুল নোবেলজয়ী টিপু এর জন্য । আল্লাহ তাকে বেহস্ত নসিব করুন । নোবেলজয়ী টিপু রা নিরবে - নিভৃতে ঝরে যায় আর বেচে থাকে রোজলিন এর মত নষ্টারা । হয়ত এটাই দুনিয়ার রীতি ।

সামুর ঠিকানা টা জেনেছি অদ্ভুতভাবে । অনলাইনে আয় বিষয়ক একটা বইতে সামুর অ্যান্ড সচলের নাম ছিল সেই প্রথম সামু সম্পর্কে জানা । সামুতে এসে প্রথম ব্লগ পড়ি কাল পুরুষ এর । উনার দেয়ালে দেখি লিখা নগর গবেষক । সাথে সাথে মাথায় একটা প্রস্ন জাগল - এই সব লোকদের কি খেয়ে দেয়ে কোন কাজ নাই ? সারাদিন ব্লগে কি করে ? উনার পিক দেখে উনাকে কিছুটা বাদাইম্মা কিছিমের মনে হইছিল ।

( আমার মনে একটা ধারণা ছিল বাদাইম্মা টাইপের কবি -সাহিত্যিকরাই ব্লগেলিখে !! ) ব্লগের সময় কাটায় আমার নিকের বছর ১ হয়ে গেলেও প্রকৃত সময় আসলে ১০ মাস । তবুও ব্লগ ঘড়ি কেই মানদণ্ড মানলাম । প্রথমে রেজিস্ট্রেশন করার ১ মাস পর ও দেখি ওয়াচে !! ২ মাস পর ও একবার লগিন করলাম তাও ওয়াচ !! আবার নতুন ব্লগ এর লিস্টেও আমার নাম শো করছিল না । যাই হোক আমার কোন তারাহুড়া ছিল না । হটা ৎ একদিন দেখি মেইল এল আমি সেইফ সময়টা ২৪ শে আগস্ট ।

আমার খুব খারাপ লাগে টিপুর কথা ভেবে । আহা ! ঠিক সময়ে সেফ হতে পারলে অন্তত ব্লগ লিখে আর কমেন্ট করে হলেও বেচারার শেষ সময়টা একটু ভালভাবে কাটত। এর দায়ভার টা কার ? নিকটা মজা করে বেছে নেয়া । প্রথমে ভাবছিলাম শুধু মজা করব । তাই প্রথম পোষ্টটা দিলাম ফানি !! ব্লগে আমার আগমনের হেতু যদিও পরবর্তীতে আর মজা করার লক্ষে অটুট থাকতে পারিনি !! আমার প্রথম পোষ্টে কমেন্ট কারী প্রথম ৩ জন ব্লগার হলেন - ১) অনিরূদ্ধ যার প্রথম সম্ভাষণ এর নমুনা দেখেন - ঐত্তর্মায়েরেবাপ! ২ ) শায়মা ৩ ) ঋফায রহমান এই তিন জন কে আমার পক্ষ হতে - রসগোল্লার শুভেচ্ছা ।

!! ব্লগে এই এক বছরে হাতি ঘোড়া কিছুই মারি নাই । ভবিষ্যতেও মারার ক্ষমতা নাই তবে ৩ টা পোষ্ট লিখতে পেরে নিজের কাছে অনেক ভাল লেগেছে । ভাল লাগা এক ব্লগার- স্বাধিকার ও তার ব্লগ ব্যবচ্ছেদ অসম্ভব রকমের প্রিয় ব্লগার আকাশ -পাগলা ও তার ব্লগ নিয়ে আমার নিজস্ব অনুভুতি ভাল লাগা এক ব্লগার - তৌফিক তুহিন ও তার সম্পর্কে কিছু কথন ব্লগে অনেক লিখাই পড়েছি , তবে ব্লগে যে লিখাটা আমার ব্লগিয় জীবনে পড়া শ্রেষ্ঠ লাইন হিসেবে চিরকাল থাকবে সেটা হল ব্লগার রুখসানা তাজীন এর সাব্বির ভাই এর সহায়তা সংক্রান্ত পোস্টে ব্লগার মেনন এর কমেন্ট টা -'' কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা। ০১৭১১২৫১৫১০'' এত সংক্ষিপ্ত অথচ প্রানময় মহৎ কাব্য আর কখনো রচিত হয়েছে কি ? মেনন ভাই এর কমেন্ট পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে ছিলাম ।

কখন যে চোখ ভিজে গেছে টের ও পেলাম না । পোষ্টের লিঙ্ক - একজন শিক্ষকের জন্য হাত পাতছি ব্লগে অনেকের লিখাই পড়েছি । আজ আমার প্রিয় ব্লগার দের নাম নিতে চাই । ১) আকাশ - পাগলা অসম্ভব প্রিয় ব্লগার । প্রতিভাবান মনীষী ২) পাললিক মন - যাতে মুগ্ধতা রাখতেই হয় !! আপনাকেও বলব না পড়া থাকলে উনার পূরানো পোস্ট পড়ে দেখুন ।

৩) ফারহান দাউদ - আমার খুব প্প্রিয় একজন । ব্লগে যেমন টা পড়তে চাই তিনি তেমনই লিখেন ৪) স্বাধিকার - মাটি ও মানুষের প্রতি তার মমত্ববোধ তাকে আমার হৃদয়ে শ্রদ্ধার আসনে বসিয়েছে । অত্যন্ত প্রিয় একজন ব্লগার । আমার পোস্টে উনার কমেন্ট পেতে খুব ভাল লাগে । ৫) দিনমজুর - প্রিয় ও স্রদ্ধাভাজন একজন ।

দেশের জন্য উনি যা করছেন তার কোন তুলনা হয় না । ৬) দুর্যোধন - বস পাবলিক খুব ক্লাসিক রম্য লিখেন । আমার মতে সামুর সবচেয়ে সেরা । ৭) ইশতিয়াক আহমেদ চয়ন - আমার আরেকজন প্রিয় । চয়ন ভাইকে যখন আমার পোস্টে দেখি তখন অনেক ভাল লাগে ।

্যেটাই লিখেন সেটাই দারুন হয় । ৮) হাসান মাহবুব - ব্লগে ছোট গল্পের রাজপুত্র সম্পর্কে বলার কোন দৃষ্টটা রাখিনা আমি । ৯) রেজওয়ানা - উনার ব্যক্তি অনুভুতি নিয়ে লিখাগুলা খুব মায়াময় লাগে আমার কাছে । কোমল এক টা অনুভুতি হয় । উনার পায়রা, কার্টুন নিয়ে লিখাগুলা আমার অনেক ভাল লাগছে ।

সোহামনি কে অনেক আদর । ১০ ) কালিদাস - অনেক অনেক প্রিয় ব্লগার । উনার কোবতের জবাব নাই । ১১) ইমন জুবায়ের - খুব ভাল লাগা একজন । সামু ব্লগে উনার লিখা পড়তে পেরে খুব সৌভাগ্যবান মনে করি নিজেকে ।

১২) প্লিওসিন অথবা গ্লাসিয়ার অথবা নাহোল অথবা শব্দ- সৌন্দর্যের রাজপুত্র - বলার বাইরে সুন্দর লিখেন আপনি । ব্লগে আপনার লিখে পড়তে পেরে আমি খুবই গর্বিত । ১৩ ) দূর্বা - জাহান - দারুন লিখার হাত । খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেন । লিখা পড়লে মনেই হয়না উনার এখনও ১৮ ও হয়নি ।

১৪ ) ইমরান মাঝি - ভাই আপনার বড় পোষ্ট পড়তে ইচ্ছে করে । এত সুন্দর লিখেন কেমনে ? ১৫ ) সামশীর - লিখনির কারনে খুব স্রদ্ধা করি । খুব ব্যালেন্স করে লিখেন উনি । ১৬ ) ফাহ মিদুল হক - ভাল লাগা আরেকজন । ১৭ ) তৌফিক তুহিন - আশা করব উনি লিখা চালিয়ে যাবেন ।

১৮ ) মেংগো পিপোল - নিজ গুনে গুণান্বিত । সব পোস্টই অনেক বড় । ১৯ ) চেয়ারম্যান ০০৭ - হাহাহাহা । পারেন ও বটে আপনি !!! ২০ ) ডিসকো বান্দর - পুরান পাপি , জিগি জিগি ২১ ) নাফিজ মুনতাসির - অনেক ভাল লাগে !! পুরাই বস ! ২২ ) দারাশিকো - উনার ব্লগ , উনার লিখার ধরন খুব ভাল লাগে । ২৩ ) রিয়েল ডেমন - মিস করছি আপনাকে ।

২৪ ) নাফিজ ইফতেখার - অনেক অনেক ভাল লাগে আপনাকে , ওহে হিটম্যান !! ২৫ ) অণুজীব - ভাল লাগে তার পোস্টের ধরণের জন্য । ২৬ ) কালপুরুষ - অসম্ভব শক্তিমান এ ব্লগার কে খুব মিস করি । ২৭ ) রাজামশাই - ভাল লাগে তাকে লুল, ফুল আর বোহেমিয়ান টাইপের জন্য । ২৮ ) ম্যাভেরিক - সেলাম স্যার । ২৯ ) টোকন ঠাকুর - যারা এই কবির লিখা পড়েন নাই তাদের বলব পড়ে দেখুন ।

৩০) শায়মা - উনার ব্লগ আসলেই চমৎকার । অনেক আনন্দ পেয়েছি ও শিক্ষা নিয়েছি উনার ব্লগ হতে । এছাড়া ও আর অ অনেক ব্লগার আছে যাদের নাম এ মুহূর্তে মনে পড়ছে না বা অনেকের কিছু পোষ্ট ভাল লেগেছে । যাদের নাম দিলাম তাদের সব পোস্টই আমার ভাল লাগছে । তাদের সব পোস্টই আমার পড়া ।

সামু ব্লগ হতে অনেক কিছু জেনেছি , শিখেছি ও শিখব । জানা ও আরিল এর প্রতি থাকল অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা । সব ব্লগার কে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালবাসা । আর কৃতজ্ঞতা রইল পুরানো সেই সব ব্লগার দের প্রতি যারা দিনের পর দিন সামুতে অসাধারণ সব লিখা লিখে শিশু বাংলা ব্লগকে সমৃদ্ধ করে গেছেন । সবাইকে ধন্যবাদ ।

নোট - একটা সঙ্কলন করছিলাম সেরের উপর সোয়া সের ৪৫ জন ব্লগারের"' প্রিয় পোষ্টসমূহের "" মেগা কালেকশন । না দেখলে পুরাই মিস((( দেখতে পারেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.