আমি মুহাম্মদ সাঈদ আরমান। পেশায় নেটোয়ার্ক এডমিনিস্ট্রেটর। প্রবাসে থাকি। ছোটদের জন্য ছড়া লিখতে ভালোবাসি। গাছের ডালে দোলনা ঝুলে! ঐ দোলনাটি কার? আমায় একটু দুলতে দেবে? দেবো গলার হার। এমন সুন্দর দোলনা বোনা কে শিখালো তোমায়? দুলতে আমার ইচ্ছে করে বানিয়ে দেবে আমায় ? রাতের বেলা জোনাক জ্বালে দোলনা-ঘরে বাতি, মনের সুখে ঘুমাও তুমি সেথায় সারা রাতি। ‘তাঁতী পাখি’ বাবুই তুমি দক্ষ কারিগর। তোমায় নিয়ে গর্ব সবার, নেইকো তোমার ডর। ‘খোকা খুকি ও পাখির কথা’য় প্রকাশিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।